নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় এক গৃহবধুকে নির্যাতনের ঘটনায় অবশেষে এনজিও পরিচালক সহ তার দুই সহযোগীর বিরুদ্বে মামলা দ্বায়ের করা হয়েছে।
উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ব্যাবসায়ী মোঃ জিহাদুল ইসলাম ছাব্বিরের স্ত্রী মারুফা বেগম (২২) বাদী হয়ে ৬মে (বুধবার) রাতে শরনখোলা থানায় মামলাটি দ্বায়ের করেন। ওই মামলায় এনজিও জোয়ারের পরিচালক আঃ রহমান আকাশ (৪৮), ও তার সহযোগী আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ সোহাগ মৃধার স্ত্রী সুমি বেগম (২৫) এবং দক্ষিন তাফালবাড়ি গ্রামের বাসিন্দা তূষার মিত্রের মেয়ে সূবর্না মিত্র (৩০) কে আসামী করা হয়েছে। মারুফা বলেন,আমি এক সময় ওই এনজিও কর্মকর্তার আন্ডারে চাকুরী করাতাম । বেতন-ভাতা পরিশোধ না করা সহ তার বিভিন্ন অনিয়মের বিষয়ে কয়েক মাস পুর্বে আমি তার বিরুদ্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করি । ওই ঘটনার জের ধরে গত ১মে (শুক্রুবার) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মোস্তফা তালুকদারের মালিকানা আমার ভাড়াটিয়া বাসায় ঢুকে এনজিও কর্তা আকাশ তার সহযোগী সুমি ও সুবর্না বাসায় আমাকে একা পেয়ে চরম নির্যাতন করলে মাথা কেটে যায় এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। এ সময় আমার স্বামী বাসায় না থাকায় প্রতিবেশিরা মুমুর্ষ অবস্থায় আমাকে উদ্বার করে ওই দিন সন্ধ্যায় শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাই হামলা কারিদের স্বাস্থির জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি ।
এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল-সাইদ জানান, ওই গৃহবধুর অভিযোগটি আমলে নিয়ে মামলা রজু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।