1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ইকোট্যুরিজম পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র,পরিচালকের নামে মিথ্যা মামলা, নিরাপত্তাহিনতায় কর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন  শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ সিরাজদিখানে সরকারি কর্মচারী মাদকসেবি রোমান কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীগঞ্জে ডেভিল হান্ট ফেইজ-২বিশেষ অভিযানেজসিম উদ্দিন গ্রেফতার  ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

শরণখোলায় ইকোট্যুরিজম পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র,পরিচালকের নামে মিথ্যা মামলা, নিরাপত্তাহিনতায় কর্মীরা

সাংবাদ সম্মেলনে অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৫৮ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এক তৃতীয়াংশ অভয়ারণ্য ঘোষনা করা হয়েছে প্রায় এক বছর আগেই। এর ফলে, জেলে, বাওয়াল ও মৌয়ালদের বনে অবাধ প্রবেশও অকেনটা সীমিত হয়ে গেছে। এতে বনের পেশাজীবিদের একটি বড় অংশই কর্মহীন হয়ে পড়ার উপক্রম হয়েছে। তাই এসব বেকার পেশাজীবিদের জীবন-জীবিকার কথা চিন্তা করে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলার বনসংলগ্ন এলাকায় প্রায় আট মাস আগে ট্যুরিজম সেন্টার তৈরীর কাজ শুরু করে জোয়ার ইকোট্যুরিজম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা।
দেশি-বিদেশি পর্যটকদরে কাছে অত্যন্ত গ্রহনযোগ্য এবং সুপরিচিত সাতক্ষীরার শ্যামনগরের ইকোট্যুরিজম পার্ক ‘আকাশ-লীনা’ এর প্রতিষ্ঠাতা এবং জোয়ার ইকোট্যুরিজম প্রাইভেট লিমিটেডের পরিচালক আ. রহমান আকাশ শরণখোলার সুন্দরবনসংলগ্ন শরণখোলা বাজারের কাছে ভোলা নদীর পাড়ে ‘আকাশ-নীহা নামের এই ইকোপার্কটি বাস্তবায়ন করছে। কিন্তু একটি সার্থান্বেষী মহল ওই ইকোট্যুরিজমের কাজ বন্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে সেই শুরু থেকেই। ওই চক্রান্তকারীরা পার্কের কাজ ব্যাহত করতে সংস্থার পরিচালক আকাশের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে ওই মহলটির অব্যাহত হুমকিতে সংস্থার কর্মীরা নিরাপত্তাহীনতায় পড়েছে।
সোমবার সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবে এক সাংবাদক সম্মেলনে সংস্থার পরিচালকের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার এবং কর্মীদের নিরাপত্তা চেয়ে কুচক্রীদের অব্যাহত হুমকি ও পার্কের নির্মানকাজে বাধা প্রদানের অভিযোগ করেছেন সংস্থাটির প্রকল্প সম্মন্বয়কারী সুবর্ণা রাণী মিত্র।
লিখিত বক্তব্যে জোয়ার ইকোট্যুরিজম প্রাইভেট লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী সুবর্ণা মিত্র জানান, ২০১৯ সালে সেপ্টেম্বর সামের দিকে সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসসংগ্ন শরণখোলা বাজারের পাশে ১২ বিঘা জমি লিজ নিয়ে ‘আকাশ-নীহা’ নামের ইকোপার্ক নির্মানের কাজ শুরু হয়। এর আগে ২৯আগস্ট প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শরণখোলা প্রেসক্লাবে ট্যুরিজম বিষয়ে এক মতবিনিময় সভা করা হয়। কিন্তু কাজ শুরু করার পর থেকেই স্থানীয় একটি এনজিও’র পরিচালক ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। প্রথমে জোয়ার সাতক্ষিরা নামে একটি ভূঁয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়। এব্যাপারে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এ অবস্থায় গত ১ মে তাদের সংস্থার সাবেক দুই কর্মী সুমি আক্তার ও মারুফা বেগমের মধ্যে পারিবারিক কলহের জের ধরে মারামারি হয়। এ ঘটানার চার মাস আগে মারুফা বেগমকে সংস্থা থেকে চাকরিচ্যুত করায় পরিচালক আ. রহমান আকাশের সাথে বিরোধ রয়েছে। এই সুযোগে স্বার্থান্বেসী মহলটি মারুফা বেগমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাজানো ঘটনায় পরিচালক আকাশের নামে একটি মিথ্যা মামলা দায়ের করায়। এর বাইরেও কতিপয় ব্যক্তি অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন প্রকার হুমকিসহ কুরুচিপূর্ণ অপপ্রচার অব্যাহত রেখেছে। তাই নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংস্থার পক্ষ থেকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
এব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, একটি মারামারির ঘটনায় মারুফা বেগম বাদী হয়ে জোয়ার এনজিও’র পরিচালকসহ তিন জনের নামে মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net