1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়া ফেলেছে ৪ তরুণের মানবিক উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়া ফেলেছে ৪ তরুণের মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২২১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে মানুষ যখন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তখনই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চার তরুণ এস এম রায়হান, এস কে রাসেল, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও ডা. হাবিবুল্লাহ মারজানের মানবিক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।

এই চার তরুণ প্রথমে ফেসবুকে “ভয়েস অব পাকুন্দিয়া’’ নামে একটি পাবলিক গ্রুপ খোলে। সেই গ্রুপের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার ডাক্তার, যারা কাজ করেন দেশের বিভিন্ন হাসপাতালে, তাদের নিয়ে গঠন করেন ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর’স টিম নামে টেলিচিকিৎসা সেবার প্লাটফর্ম।

গত ৮ এপ্রিল থেকে ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এ প্লাটফর্মটি। প্রতিদিন ফোন করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন দেশ-বিদেশে থাকা পাকুন্দিয়া উপজেলার অসংখ্য মানুষ।

পাশাপাশি করোনা পরিস্থিতির ফলে অসহায় কৃষকদের কৃষি পরামর্শ দেয়ার জন্য অভিজ্ঞ কৃষিবিদদের নিয়ে গঠন করেছে কৃষি পরামর্শ বিষয়ক টিম ‘ভয়েস অব পাকুন্দিয়া কৃষকের জিজ্ঞাসা’।

তাদের কর্মকাণ্ড বিষয়ে জানতে চাইলে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ ফেসবুক গ্রুপের এডমিন এস এম রায়হান বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।

আমাদের লক্ষ্য হচ্ছে, করোনা ভাইরাসের মহামারির ফলে পাকুন্দিয়ার কোনো জনগণ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। কৃষিবিদদেরকেও ধন্যবাদ জানাই যারা এই দুঃসময়ে কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।

ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর’স টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডা. হাবিবুল্লাহ মারজান। আর ভয়েস অব পাকুন্দিয়া ‘কৃষকের জিজ্ঞাসা’ টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম।

এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ বলেন, ‘আমি মনে করি এই চার তরুণের উদ্যোগ উপজেলাবাসীর জন্য এক ইতিবাচক নজির সৃষ্টি করেছে, উপজেলার অন্য তরুণদের জন্য তারা উদাহরণ হিসেবে হাজির হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net