1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে কোরিয়ান কারখানায় কর্মী ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

মীরসরাইয়ে কোরিয়ান কারখানায় কর্মী ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৬৯ বার

মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি ॥
মীরসরাইয়ে কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবীতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। উপজেলার করেরহাটে অবস্থিত কোরিয়ান ক্যাপ কারখানা নামে পরিচিত পিএনজি (বিডি) লিমিটেড নামক কারখানার ৪শ শ্রমিককে বিনা নোটিশে আকষ্মিক ছাটাইয়ের প্রতিবাদে এবং বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করে। বিনা নোটিশে আকষ্মিক শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিচালক ‘চিয়াঙ্গ ও’র অপসারণ দাবি করে। পরে জোরারগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিক্ষোভে অংশ নেয় কারখানার সাড়ে ৭শত শ্রমিক কর্মচারী।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কোরিয়ান মালিকানাধিন পিএনজি বিডি লি:-এ ৭শ ৯৫ জনের অধিক শ্রমিক-কর্মচারী নিয়োজিত। কিন্তু করোনা ভাইরাসের এমন মহাদূর্যোগে গত ১৬মে শনিবার কারখানার প্রায় ৪শ শ্রমিক-কর্মচারীকে বিনা নোটিশে ছাটাই করা হয়েছে তাদের বেতন ভাতা পরিশোধ না করেই। অন্যায় ভাবে আকষ্মিক এমন ছাটাইয়ে ঘোর বিপদে পড়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। ঈদের আগে ছাটাই করে ও কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধের পায়তারা করছে কারখানার কার্যনির্বাহী পরিচালক ‘চিয়াঙ্গ ও’।
গত ১৮ মে এই ব্যাপারে শ্রমিকদের পক্ষথেকে একটি অভিযোগ পত্রও প্রেরণ করা হয়েছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপপরিদর্শক বরাবরে। শ্রমিকরা মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে মানবিক দিক বিবেচনায় ২৫ রোজার মধ্যে শ্রমিকদের মে মাসের ১৫ দিনের বেতন ও সরকার কর্তৃক নির্ধারিত ঈদ বোনাস পরিশোধের দাবি জানায়।
কারখানার একজন মেশিন অপারেটর কাশেম জানান, কোন নোটিশ ছাড়াই আমাদের ৪শ জনকে ছাটাই করেছে বেতন ভাতা কিছুই দেয় নাই, আমরা কি খেয়ে থাকবো আমাদের পরিবার পরিজন কি খেয়ে বাচবে, এই সময় আমরা কোথায় কাজ পাবো এক নাগাড়ে বলেন তিনি। আমরা এখন নিজেদের চাকরি বাচাতে রাস্তায় নেমিছি আমাদের চাকরি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বামী হারা তিন সন্তানের জননি কারখানায় কাজ করে সন্তানদের মুখে দু বেলা ভাত তুলেদেন, আকষ্মিক চাকরি চলে যাওয়াতে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। দুচোখে ঘোর অন্ধকার নেমে এসেছে। বাচ্ছাদের কথা বলে বলে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। এপ্রিলের পুরো বেতন পান নাই, মে মাসের বেতন ছাড়াই ছাটাই করা হয়েছে তাকে। চোখের পানি মুছে বলেন জীবন যাবে তবু হার মানবো না আন্দোলন চালিয়ে যাবো। আমাদের বেতন দিতে হবে কারন ছাড়া ছাটাই মানবো না।
সেকশন ইনচার্জের একজন কর্মকর্তা সুশমিতা বলেন, থানা পুলিশের অনুরোধে আমরা সড়ক অবমুক্ত করে দিয়েছি। তবে আমাদের মে মাসের পুরো বেতন দিতে হবে। আমরা গত একবছর কাজ করেছি তাই আমাদের ঈদ বোনাস প্রাপ্ত আমাদের ঈদ বোনাস দিতে হবে। এমন পরিস্থিতিতে কোন প্রকার ছাটাই চলবে না। লকডাউনের পূর্বে আমাদের অতিরিক্ত কাজ করিয়েছে শুক্রবারেও আমাদের কাজ করিয়েছে। এখন বলছে কাজ নেই। আমাদের এপ্রিল মাসের বেতনও কম দিয়েছে এখন বলছে মে মাসের বেতন দিবে মাত্র ১৫দিনের আবার ঈদ বোনাস দিবে না। এটা কি অন্যায় না? আমরা কি ভাবে চলবো বলেন, আমাদের বাসা ভাড়া, বাচ্ছাদের খরচ কিভাবে সমলাবো? চাকরি চলে গেলে কি হবে আমাদের? আমরা সরকারি সকল নিয়ম মেনে কাজ করছি কিন্তু কারখানা পরিচালকরা কোন কিছুই মানছেনা। দেশে কি আইন নেই? আমরা তো গরিব মানুষ আমরা কাজ করে খাই। আপনারা আমাদের জন্য একটু কথা বলেন।
স্থানিয় জনপ্রতিনিধি ও করেরহাট ইউনিয়নের নয়ন চেয়ারম্যান জানান, স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি ঘটনা স্থলে এসে শ্রমিকদের শান্ত থাকার জন্য অনুরোধ করি। কারখানা পরিচালকরা ঈদ বোনাস দিতে অপারগতা প্রকাশ করে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ি মে মাসের ১৬ দিনের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে তবে শ্রমিক ছাটাই করার সিদ্ধান্ত বাতিল করা হয়ছে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে শ্রমিকদের পক্ষেই কথা বলেছি যাতে কারো চাকরি হারাতে না হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পৌছে শ্রমিক ও কারখানা পরিচালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কারখানা কর্তৃপক্ষ ঈদ বোনাসের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেনি, সরকারি নিয়ম মেনে ৬৫ শতাংশ বেতন পরিশোধে করতে রাজি হয়েছে এছাড়া শ্রমিক ছাটাই না করার সিদ্ধান্ত হয়েছে।
কারখারনার মানবসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বর্তমানে কারখানায় কাজকম তার তুলনায় শ্রমিক বেশি। গত কিছুদিন পূর্বে সেকশান ইনচার্জদের নিয়ে একটা মিটিং হয়েছে সেখানে কার্যনির্বাহী পরিচালক ‘চিয়াঙ্গ ও’ সকলকে নির্দেশ দিয়েছেন একবছরের মধ্যে নিয়োগ কৃত ২শ ৬০ জনের তালিকা দিতে এছাড়া এক বছরের বেশি সময় ধরে কাজ করতেছে যারা তাদের থেকে যাদের বাদ দেওয়া যায় তাদেরও তালিকা দিতে। বর্তমানে কারখানায় শ্রমিক কর্মচারীরর সংখ্যা সাড়ে ৭শত। কাজ না থাকায় এই শ্রমিক কর্মচারী ছাটাই করে অর্ধেকে নিয়ে আসার পরিকল্পনা করছে কারখানা পরিচালকরা। তিনি আরো জানান, এপ্রিল মাসের শ্রমিকদের বেতন ৩৫শতাংশ কর্তন করা হয়েছে, মে মাসের অর্ধমাসের বেতন দেওয়ার পরিকল্পনা চলছে তবে ঈদ বোনাস দেওয়া হবে না।
কারখানা কার্যনির্বাহী পরিচালক চিয়াঙ্গ ও এর সাথে মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয়ে পেয়ে তার কারখানার বিষয়ে কোন প্রকার তথ্য দিতে পারবে না বলেন জানিয়ে বলেন, সরি টু সে আই উড নট গিভ ইউ এনি ইনফরমেশন এবাউট মাই ফ্যাক্টরি ( দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার কারখানার ব্যাপারে কোন তথ্য আপনাকে দিতে পারছি না)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net