1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় চরম আইসিইউ শূণ্যতায় ধুগছে চট্টগ্রাম; সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শাহ আলমের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়! মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন দায় স্বীকার করে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট । আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পাচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা রাউজানের ঐতিহাসিক ২৪ তম জশনে জুলুস অনুষ্ঠিত পরকীয়া সন্দেহ, স্ত্রীকে পিটিয়ে হত্যা মাগুরার মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ ছাত্র ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে — এস. আলম রাজীব। বিনাজুরী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

করোনায় চরম আইসিইউ শূণ্যতায় ধুগছে চট্টগ্রাম; সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শাহ আলমের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৩৪ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাস্তু প্রকৌশলী মোঃ শাহআলম বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসায় তার উন্নতি না হওয়ায় গত বুধবার তাকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অক্সিজেন সার্পোটে রেখে তার চিকিৎসা চলছিলো। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। শনিবার সকালে তার করোনা পজেটিভ বলে জানান ডাক্তাররা। এসময় তার পরিবার তাকে বিআইটিআইডি হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৩ জুন দিবাগত রাত ১১টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিন দিন ধরে হন্যে হয়ে ঘুরেও আইসিইউর জন্য শেষ পর্যন্ত বাঁচানো গেল না করোনা ভাইরাসে আক্রান্ত সীতাকুণ্ডের আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মো. শাহ আলমকে।
চিকিৎসাকালীন সময়ে তার সাথে থাকা ঘনিষ্ঠ বন্ধু মো.নাসির স্থানীয় সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে থাকায় তাকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নিয়ে ভর্তি করাই আমরা। এরপর গত তিন দিন ধরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট চেয়ে অসংখ্য বেসরকারী হাসপাতালে ঘুরেছি। কিন্তু তখনো করোনার নেগেটিভ কোন রিপোর্ট না আসায় কেউ তাকে ভর্তি নিতে রাজি হয়নি। শনিবার সকালে চিকিৎসকরা জানান, তার করোনা পজেটিভ এসেছি। তখন আমরা আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সীতাকুণ্ডের চিকিৎসক আশুতোষ নাথের সাথে কথা বলে সেখানে নিয়ে ভর্তি করাই। কিন্তু সেখানেও আইসিইউ খালি ছিলো না। এভাবে আইসিইউ না পাওয়ায় তিনি পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছিলেন না। এভাবে শনিবার সন্ধ্যার পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে এবং এক পর্যায়ে রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এব্যাপারে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস লেখেন, ক্ষমা করবেন ভাইয়া। অনেক চেষ্টা করেও আপনার জন্য আইসিইউ’র ব্যবস্থা করতে পারিনি!! প্রতিদিনই কারো না কারো প্রিয় মানুষটিকে কেড়ে নিচ্ছে মহামারী করোনা! এভাবে আর কত? আমার একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহ আলম ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার বিকেলেই জানলাম তার আইসিইউ সাপোর্ট দরকার। শুনেই ভাইয়ার মোবাইলে কল করলাম, ফোন ধরলেন ভাবী। বললাম ভাইয়া কেমন আছে? প্রশ্নটি ভালো করে না শুনেই ভাবী বললেন, প্লিজ একটি আইসিইউ এর ব্যবস্থা করে দেন। তিনি বললেন এখন ফৌজদারহাট বিআইটিআইডিতে আছি। এই অক্সিজেনে ঠিকমত শ্বাস নিতে পারছেন না আপনার ভাই। এরপর বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও আইসিইউ না পেয়ে আমি দিশেহারা। এদিকে বারবার ফোন করছেন ভাবী। বললেন, করোনার নমুনা দিয়েছি কাল ( বৃহস্পতিবার)। রিপোর্ট না পাওয়ায় কোন ভালো হাসপাতালে নিতে পারছি না। অন্তত করোনার রিপোর্টটি নিয়ে দেন প্লিজ। ফোন করলাম বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক এম. এ হাসানকে। তিনি বললেন, এখন এই রাতে তো কেউ নেই। কাল শনিবার রিপোর্টটি দিতে চেস্টা করব। আরটিভির সাইফুলকে বললাম। তিনিও কথা বললেন ল্যাবের প্রধান ডা. শাকিলকে। একই আশ্বাস দিলেন তিনিও। তারা বললেন ৪-৫ দিনের আগে তো হয় না। তবুও আপনাদের জন্য চেষ্টা করব। আমি আবার আইসিইউ খুঁজতে থাকলাম। রিকোয়েষ্ট করলাম বড় ভাইয়া দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর ভাইয়াকে। তিনি আমাকে লাইনে রেখেই মা ও শিশু হাসপাতালের আজাদ সাহেবকে ফোন করলেন। আজাদ সাহেব বললেন, আইসিইউ নেই, তবে একটি কেবিন আর অক্সিজেনের ব্যবস্থা করে দেব। এই অপশন পেয়েও আইসিইউ খুঁজতে থাকলাম। ফোন করলাম আরেক বড় ভাই ডিজিএফআই এর এক কর্মকর্তাকে। তিনি চমেক ও ফিল্ড হাসপাতালে কথা বলে সিটের ব্যবস্থা করলেন। কিন্তু আইসিইউ পেলেন না। এবার কথা বললাম চট্টগ্রাম সিভিল সার্জনকে। তিনি বললেন, আপনি তো জানেন, এখন আইসিইউর কি সংকট। আপনি চমেকেই পাঠিয়ে দেন। ভর্তি নেবে। এভাবে আরো বিভিন্ন স্থানে খুঁজতে খু্ঁজতে পেরিয়ে গেল প্রায় এক ঘন্টা। অসহায় ভাবী নাসির ভাইয়াকে পাঠালেন মা ও শিশু হাসপাতালে। কিন্তু এই সময়ের মধ্যে আমাদের কেবিনটিও বেহাত হয়ে গেল। আবার ফোন করলাম আজাদ সাহেবকে। তিনি বললেন, অন্তত ৫০ জন রোগির স্বজন কান্নাকাটি করছেন, একজনকে দিয়ে দিয়েছি। দেখি শনিবার সকালে কিছু করতে পারি কিনা। সব বুঝিয়ে বলে ভাবীকে শান্তনা দিলাম শনিবার একটা কিছু ব্যবস্থা হবে। ভাবী বললেন, করোনার রিপোর্টটা যেন পাই। বললাম, পাবেন। আজ শনিবার তখনো ঘুমে আছি। মোবাইল বাজছে। ভাবীর ফোন, বললেন ডাক্তাররা জানিয়ে দিয়েছেন উনি করোনা প্রজেটিভ! এবার একটি আইসিইউ দিন! বললাম, ভাবী এটি অনেক কঠিন। তবুও চেষ্টা করছি। বললাম, দেখলেন তো এস. আলম গ্রুপের মালিকদের মত প্রভাবশালীরাও আইসিইউর অভাবে..। থামিয়ে দিয়ে ভাবী বললেন, এসব বলবেন না, মন খারাপ হয়ে যাচ্ছে। বললাম ভেঙে পড়বেন না। মন শক্ত রাখেন। বললাম দেখি কি করতে পারি। ঘুম থেকে জেগে আবার চেষ্টা শুরু করলাম। কিন্তু আইসিইউ নেই তো নেই। ভাবীকে ফোন করলাম, তিনি বললেন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি, ডা. আশুতোষের সাথে কথা হয়েছে। বললাম ঠিক আছে নেন। এরপর সন্ধ্যায় ফোন করছি কেউ রিসিভ করেননি। রাতে ডিজিএফআই এর সে ভাইয়াও ফোন করে বললেন ফোন করছি কেউ তো ধরছেন না। বললাম আমিও পাচ্ছি না। চিন্তায় আছি, কি হচ্ছে কিছুই জানি না। খবর পেলে জানাব। রাত ১১টার পর হটা এফবিতে মৃত্যু সংবাদ! পরে নিশ্চিত হলাম যে এ কোন গুজব নয়। বড় নিষ্ঠুর সত্যি। মনটা খারাপ হয়ে গেল।। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে একটি আইসিইউ ব্যবস্থা করতে না পারায়। এভাবে আর কত? আইসিইউ এর অভাবে আর কত প্রিয়জনকে হারাতে হবে? এখন ভাইয়ার ছবিগুলোর দিকে তাকাতে পারছি না! মনে হচ্ছে তিনি বিদ্রুব করে বলছেন ” সৌমিত্র আমার জন্য একটি আইসিইউ ব্যবস্থা করতে পারলে না? আমি কোন জবাব দিতে পারছি না। জানি না ভাবীর সামনে কিভাবে দাড়াব! শুধু বলব, ভাইয়া আমি কিছুই করতে পারলাম না। ক্ষমা করুন, ক্ষমা করুন, প্লিজ ক্ষমা করুন।

এদিকে প্রকৌশলী শাহ আলমের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। একের পর এক শোকবার্তায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
প্রকৌশলী মোঃ শাহ আলমের মৃত্যুতে স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সহ অসংখ্য গুণগ্রাহী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আজ রবিবার ১৪ জুন সকাল আটটায় বিশেষ ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য কর্মকর্তার দিক নির্দেশনায় সামাজিক দূরত্ব ও পিপিই সামগ্রী পরিধান করে স্থানীয় ওলামা পরিষদ স্বেচ্ছাসেবক টীম কর্তৃক উনার নামাজে জানাজা ও দাপন-কাপন সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে উনাকে সমাহিত করা হয়।
এছাড়া গতকাল ১৩ জুন পর্যন্ত সীতাকুণ্ডে সর্বমোট করোনা রোগী শনাক্ত হয় ১৭৮ জন, মৃত্যুবরণ করেন পাঁচজন,এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কভাবে চলাফেরা করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম