1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গ নিয়ে মনোহরদীতে দলিল লেখকের মৃত্যু, নতুন শনাক্ত ২১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ মিছিল সেনবাগ উপজেলা প্রেস ক্লাব নির্বাচনঃ নিজাম উদ্দিন খোন্দকার সভাপতি ও আলা উদ্দিন আলো সাধারণ সম্পাদক চৌদ্দগ্রামে কোন বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না : ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সংস্কার বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে- ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন — সারজিস আলম , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ-সেক্রেটারি মেছবাহ উদ্দিন  ঠাকুরগাঁওয়ে হরিপুরে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের আত্মীয়! মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন দায় স্বীকার করে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে সুপার সিক্স নাইট টুর্নামেন্ট । আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পাচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা

করোনা উপসর্গ নিয়ে মনোহরদীতে দলিল লেখকের মৃত্যু, নতুন শনাক্ত ২১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৪৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে করোনা উপসর্গ নিয়ে নান্নু মিয়া (৩৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। অাজ মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ড নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৯৬৬ জন। আর মারা গেছেন ১৫ জন।

শনিবার (১৩) নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নান্নু মিয়া মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি মনোহরদী সাব রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, নিহত নান্নু মিয়ার গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশি ছিলো। বাড়িতে চিকিৎসা নেয়ার পরও শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং করোনা উপসর্গ দেখা দিলে গত বুধবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যায়। আজ নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গের ফলাফল না আসায় উপজেলা করোনা কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে জানাজা শেষে দাফন করা হবে।

সিভিল সার্জন কার্য্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১০০ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সেসব নমুনার মধ্যে ৫৬ টির ফলাফল পাওয়া গিয়াছে। নতুন আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার। আর ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিআরডিতে রবিবার ও বুধবার পাঠানো ৩০ টি নমুনার মধ্যে ১০টির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার। এনিয়ে ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনায় শনাক্ত হয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, শুক্রবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫৩৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬৬৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৬৬ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৬৭৪ জন, রায়পুরাতে ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ৩২১ জন,আক্রান্ত ৪২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৫৮৮ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন ও বেলাব উপজেলায় ২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম