স্টাফ রিপোর্টার : কুমিল্লা নাঙ্গলকোটে ঢালুয়া ইউপির ৫নং ওয়ার্ডের ফোশাই গ্রামের আবুল কালামের বড় ছেলে শামসুল হক (৩২) নামক যুবকের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়।
মৃত ব্যক্তির পরিবার থেকে জানা যায়, শামসুল হক(৩২) চট্টগ্রাম চকবাজার মেডিকেল কলেজে আজ (১১ জুন) দিবাগত ৩ টায় পরলোকগমন করেন।
চট্টগ্রামে নিজের টেলিকম দোকানই তার কর্মস্থল ছিলো। পরিবারিক সূত্রে জানা যায়, তার ১ ছেলে (৫ বছর) ও ১ মেয়ে রয়েছেন(৬মাস)।
মৃত ব্যক্তিকে আজ সকালে নিজ বাসভবনে নিয়ে আসলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ পরীক্ষকঃ আব্দুল হান্নান নমুনা সংগ্রহ করেন। পরে মৃত ব্যাক্তির লাশ দাফনে এলাকা বাসির আগমন না দেখে, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার লামিয়া সাইফুলের আদেশক্রমে তাকওয়া ফাউন্ডেশনের ৬ জন সদস্য লাশ দাফনে নিয়োজিত হন।