সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় এক দম্পতির ঘর আলো করে একসাথে জন্ম নিয়েছে তিন শিশু। শুক্রবার রাত নয়টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সর্দার বাড়ির (বর্তমানে হাজী বাড়ি) মো. জুয়েল মিয়া ও সোনিয়া আক্তার দম্পতির এই তিন শিশুর জন্ম হয়।
তাদের মধ্যে দুই জন ছেলে ও একজন মেয়ে। শিশুর পিতা মো. জুয়েল মিয়া জানায়, গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টায় তাদের জন্ম হয়। প্রথম শিশুটি নরমাল ডেলিভারি হলেও জটিলতার কারণে অন্য দুটি শিশু অস্ত্রোপচারের মাধ্যমে হয়। সদ্য জন্ম নেওয়া তিনটি শিশুই সুস্থ আছে বলেও জানান তিনি।
রক্ত দিতে যাওয়া মো. শ্যামল বলেন, জীবনে এই প্রথমবার রক্ত দিলাম। একসাথে তিন শিশুর জন্ম নিজ চোখে প্রথমবার দেখলাম। রক্ত দিতে যাওয়া মো. মেহেদীও তার আনন্দের অনুভূতি জানায়। শিশুদের পিতা জুয়েল মিয়া তার সদ্য ভূমিষ্ঠ তিন সন্তান ও স্ত্রী সুস্থ আছে বলে জানান। তিন সন্তানের বাবা-মা’ সন্তানদের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।