আলমগীর হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কর্মী ধর্মজয় ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন।
২৮ জুন (রবিবার), সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্মজয় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা|
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে ধর্মজয় ত্রিপুরা বাড়ি থেকে বের হলেই সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। এসময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনার খবরটি শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।