রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃনোয়াখালীতে পৌর কাউন্সিলরসহ আরো নতুন করে ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন। ছাড়াও একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ১৭ জন।মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।তিনি বলেন, গত ৩০ ও ৩১ শে মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। পরে ১ লা জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ই জুন পর্যন্ত।নোয়াখালীতে নতুন করে ৮১ জন করোনা রোগী সনাক্ত।নোয়াখালী সদর- ৩১ জন, সূবর্ণচর- ০১ জন, বেগমগঞ্জ- ৪৩ জন, চাটখিল- ০১ জন, সেনবাগ- ০৫ জন।জেলায় মোট আক্রান্ত -৭৬৯ জন। (আক্রান্তের হার ১৭.৬৬%),সুস্থ -৮৭ জন। (সুস্থতার হার ১১.৩১%)। মৃত্যু-১৭ জন। (মৃত্যুর হার ২.২১%)(বেগমগঞ্জ-০৯জন, সোনাইমুড়ি-০২জন, সেনবাগ-০৪জন, সূবর্ণচর- ০১জন, সদর- ০১জন)২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-৩৫৪ জন।আজকের প্রাপ্ত ফলাফল -২৬০ জন,পজিটিভ -৮১ জন,নেগেটিভ -১৭৯জন।এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-৫২৬৪ জন।প্রাপ্ত ফলাফল – ৪৩৫৫ জন।পজিটিভ -৭৬৯ জন। নেগেটিভ -৩৫৮৮ জন।আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৬৬৫ জন।কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৩৯ জন।করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা : (উপজেলা ভিত্তিক তথ্য) :নোয়াখালী সদর-১৬৯ জন,সুবর্ণচর-২১ জন।হাতিয়া-০৬ জন,বেগমগঞ্জ- ৩৬৯ জন,সোনাইমুড়ী-৪৭ জন।চাটখিল-৪৫ জন,সেনবাগ-৩৬ জন।কোম্পানিগঞ্জ -০৮ জন,কবিরহাট-৬৮ জন।