আবদুল্লাহ আল মারুফ(বরুড়া প্রতিনিধি):
কুমিল্লার বরুড়ায় লক্ষীপুরের কৃষকদের মাথায় হাত। একইতো করোনায় লকডাউনের ফলে পেটে ভাত উঠাই কষ্টকর, তার মাঝে কৃষি জমিতে নতুন রোগের হানা। পুরো ইউনিয়নের কৃষি জমি গুলোতে দেখা দিয়েছে নতুন এক রোগ।
সরেজমিনে দেখা গেছে, ধান গাছ গুলো হলুদ হয়ে শুকনো হয়ে যাচ্ছে।এছাড়াও বহু জমির ধান গাছ হলদে হয়ে মরে গেছে।
দিশেহারা কৃষকদের মাঝে পরিচয় গোপন রেখে একজন জানান, কোন অবস্থাতেই ঔষধ প্রয়োগ করে এতটুকু ফল পাওয়া যাচ্ছে না। ঠিক এভাবে এলাকার বহু বিঘা জমির ধান আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে । যদি উপজেলা বা জেলা থেকে কেউ এসে দেখে একটা সমাধান দিত, তাদের স্বস্তি ফিরে পেত।
স্থানীয় কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন জানান, আমি অসুস্থ তাই পরিদর্শন করতে পারছি না। কিন্তু আমার মোবাইল সব সময় খোলা। সবাইকে মোবাইলে বলে দিচ্ছি কি করতে হবে। তাছাড়া ডিলারদেরকেও বলে দিয়েছে যেন কৃষকদের পরামর্শ দেন।