আবদুল্লাহ আল মারুফ: বরুড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে মোঃ শাব্বির হোসেন(১৪) নামের এক কিশোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভার শাহারপদুয়া তেলি বাড়ির সি এন জি চালকের সাত বছরের মেয়েকে ধর্ষন করে একই বাড়ির আঃ রহমানের ছেলে শাব্বির হোসেন। পরবর্তীতে ধর্ষণের শিকার হওয়া মেয়ের বাবা বরুড়া থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১১জুন(বৃহস্পতিবার) বরুড়া থানার সাব ইন্সপেক্টর উত্তম সরকার রাত ১১ টায় ধর্ষক শাব্বির হোসেনকে তার নিজ বাড়ির থেকে গ্রেপ্তার করে।
সাব ইন্সপেক্টর উত্তম সরকার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এর ধারায় গত ১১ জুন(বৃহস্পতিবার) বরুড়া থানায় মামলা হয়। তার অভিযোগে ধর্ষক শাব্বির কে আমরা গ্রেপ্তার করি।