এম এইচ সোহেল : আগামি ১৭ই জুন বুধবার আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’ এর প্রথম প্রতিষ্ঠা বাষিকী। ‘মানবিক কাজে একসাথে আমরা’ এ স্লোগান নিয়ে ২০১৯ইং এই দিনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
করোনা মহামারির কারণে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার কোন কমসূচি পালন করা হচ্ছে না বলে জানান সংগঠনটি আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন। তবে ঐদিন সকালে করোনার মহামারী থেকে দেশ ও দেশের মানুষের মুক্তি কামনা করে স্হানীয় মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা, দুপুরে ভাসমান, অসহায়, মানুষ ও শিশু কিশোরদের মাঝে দেশীয় ফলমূল প্রদান এবং রাতে রান্না করা খাবার বিতরণের কমসুচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।