শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনায় করোনার পরবর্তী সময়ে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মাদ ইকবাল। মানবিক কারণে মোবাইল ফোনে খবর পেয়ে ২০জুন শনিবার রাতে রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী সওদাগর বাড়ী ও ৮নম্বর ওয়ার্ডের কাঁশখালী কুল বালি কোম্পানির বাড়ীসহ আশেপাশের এলাকার বিভিন্ন পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন,ডাচ বাংলা ব্যাংক এর কদমতলী শাখার ব্যবস্থাপক কাজী মো ইজাজ,রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, যুবলীগ নেতা শিপুল চৌধুরী, মো আজম,মোহাম্মদ বখতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান, সুভাষ দাশ, মোঃ ওয়াসিম প্রমুখ।