মঈন উদ্দীন: আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকার বাজেট ঘোষণা করেছে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, রাজশাহীকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার গ্রহণ করে নতুন নতুন প্রকল্প প্রণয়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ২৯৩১ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক রাজশাহীর ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প একনেক সভায় অনুমোদন লাভ করেছে।
তিনি বলেন, বাজেট শুধুমাত্র আয়-ব্যয়ের খতিয়ান নয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা প্রতিফলিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান পরিষদের ২য় বাজেট ঘোষণা করা হলো।