ইব্রাহীম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠ সংলগ্ন একটি বাসায় নাইট কুইন ফুল ফুটেছে। জানা গেছে, শনিবার রাতে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম মমিনুল হক-এঁর বাসায় একটি নাইট কুইন নামক গাছে ৮টি ফুল ফুটেছে। একেএম মমিনুল হক উক্ত ফুলের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সকলকে নাইট কুইন ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সেখানে আরও উল্লেখ করেছেন, নাইট কুইন ফুলের সম্পূর্ণ ক্রেডিট আমার মিসেসের।