1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলাসহ বাগেরহাট আন্তঃজেলায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট    কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদককে বহিস্কারের সিদ্ধান্ত নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাঁশখালীর সরলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২ মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান

শরণখোলাসহ বাগেরহাট আন্তঃজেলায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২২৯ বার

নইন আবু নাঈমঃ
করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম-খুলনা-বেনাপোল সহ বাগেরহাটের অভ্যন্তরীণ ১০টি রুটে বাস চলাচল শুরু হযেছে। সোমবার সকালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ৯টি উপজেলার বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে এসব বাস ছেড়ে যায়।
বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের তদারকিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে এসকল রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীবাহি বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস ছেড়েছে চালকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাসের চালক ও তার সহকারীদের মুখে মাক্স, হাতে হ্যান্ডগেøাভস রয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার ও জিবানুনাশক স্প্রে ব্যবহার করে বাসে উঠতে সহযোগিতা করছেন সহকারীরা। যাত্রীরাও মুখে মাক্স পরে বাসে উঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিট নিযে একেকজন যাত্রী বসেছেন।
বাস চালকরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে একেকজন যাত্রীর জন্য দুইটি সিট বরাদ্ধ রেখেছি। একজনের পাশের আরেকজনকে বসতে দিচ্ছি না। মুখে মাক্স না থাকলে কোন যাত্রীদের আমরা বাসে উঠাচ্ছিনা।
বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে জেলার ১০টি সহ ঢাকা-চট্টগ্রাম-খুলনা-বেনাপোল রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রতিটি বাসে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে এবং চালক ও তার সহকারিদের মুখে মাক্স-হ্যান্ড গøাভস রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বাগেরহাট শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাসের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যার কারনে এই রুটে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়া হচ্ছে।
এ ব্যাপারে শরণখোলা-মোড়েলগঞ্জ ও মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ বলেন, সরকার ঘোষিত নিয়মনীতি মেনেই আমরা বাস চলাচল শুরু করেছি। সরকারের নির্দেশনা মেনে না চললে বাস মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net