1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাদা বক # অর্ক রায় সেতু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

সাদা বক # অর্ক রায় সেতু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৭২ বার


প্রকৃতির গায়ে নিখুঁত কিছু দৃশ্য বুঝতে পারা যায় বিশেষ করে নিঃশব্দে মেলে ধরা little Egret বা সাদা বকেদের আকাশের বুকে পুরোপুরি ঘুরে চলার দৃশ্য দেখে। বাংলাদেশের সুন্দরবন থেকে গ্রামীণ মেঠোপথের ভেতরে জুড়ে থাকা হাওর বিলে লুপ্ত প্রায় এই প্রাণিটির সন্ধান পাওয়া যায়। তবে এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ সহ ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সাদা বকেদের আবাসস্থান। বাংলাদেশের সুন্দরবনে সাদা বকের চমৎকার কিছু দৃশ্য দেখা যায়। আর সেখানে ঘুরতে আসা পর্যটকেদের বিমোহিত করাটা সাদা বকেদের রীতিমতো স্বাভাবিক ঘটনা। এদের শরীর ধবধবে সাদা পালকে আবৃত, আছে লম্বা দুটো পা, বৃহৎ গলা ও তীক্ষ্ণ ঠোঁট। কিন্তু এদের পায়ে কোনো রকম লোম দেখা যায়না। পা দুটো কালো। তবে শরীরে কখনো রঙিন পালক ফুটতে দেখা যায়। এরা আকারে ৪০-৪৫ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। বছরের ডিসেম্বর আর এপ্রিলমাসে সাদা বকেদের প্রজনন সময়। তার আগে থেকে স্ত্রী – পুরুষ বক একসাথে বাসা তৈরী করার কাজে নেমে যায়। বিশেষ করে ছোট খাটো শুকনো ডালপালা এরা বাসা তৈরী করার কাজে ব্যবহার করে থাকে। কিন্তু অরণ্যের সব চেয়ে বড় গাছটি এরা বাসা তৈরী জন্যে বেছে নেই। বাসা পূর্ণাঙ্গ তৈরী হওয়ার পর স্ত্রী সাদা বক একজোড়া ডিম দেয় তা থেকে বাচ্ছা ফুটতে প্রায় ২১-২৫ দিন অবধি সময় লাগে। বাচ্চা পরিচর্যার কাজে স্ত্রী এবং পুরুষ বক দুজনই সমান ভূমিকা রাখে। বাচ্চা গুলো মূলত কীটপতঙ্গ ছোট খাটো মাছ ব্যাঙ এসব খেয়ে বড় হয়। কারণ সাদা বকেদের প্রাধান খাবার পোকামাকড়, কীটপতঙ্গ, ছোটমাছ। এরা মূলত মাংসাশী প্রাণি। একটা প্রাপ্ত বয়স্ক সাদা বক দৈনিক ৫০০ গ্রাম খাবার খেয়ে থাকে। এরা প্রায় ২২ বছর পর্যন্ত বাঁচে। এদের বৈজ্ঞানিক নাম : Egretta garzetta।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net