শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে যায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি উত্তর পাড়া। নোংড়া ও কাদাপানিতে রাস্তা বা বাড়ির অলি গলি জলমগ্ন হয়ে পড়ায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক দিন কোন উন্নয়ন কাজ না হওয়া, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মান ও ড্রেনেজ ব্যবস্থার না থাকায় এই জলাবদ্ধতা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তারা জানায়, সামান্য বৃষ্টি হলেই গ্রামের রাস্তায় ও বাড়ির উঠানে হাঁটু পানি জমে যায়। রাস্তায় পানি জমে এমন অবস্থা হয় যে, জরুরী প্রয়োজনেও ঘর থেকে বের হওয়ার জো থাকেনা। ঘরবন্দী হয়ে পড়েন তারা। এমনকি নোংড়া পানির কারনে মুসল্লীরা মসজিদেও যেতে পারেন না।
রবিবার দুপুরে সরেজমিনে চেঙ্গাকান্দি উত্তর পারায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ বাড়িই জলমগ্ন। পানি জমে ঘরবন্দী সবাই। অনেকের ঘরের ভেতরেও পানি প্রবেশ করেছে।
এলাকার বাসিন্দা গৃহনি আমেনা বেগম বলেন, গ্রামে কোন ড্রেন না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে । দুই তিন দিনেও নামেনা। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এক বাড়ির পানি অন্য বাড়িতে যাওয়া নিয়ে ঝগড়া, মারামারি যেন নিত্য দিনের ঘটনা।
গ্রামের বাসিন্দা আব্দুল হালিম মাষ্টার বলেন, বৃষ্টির পানি কয়েকদিন পর্যন্ত জমে থাকায় দূষিত পানিতে নোংরা হচ্ছে পরিবেশ। বাড়ছে মশার প্রকোপ। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।
জলাবদ্ধতা নিরসনের এক প্রশ্নের জবাবে স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, উন্নয়নের প্রশ্নে আমাদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সোনারগাঁয়ের উন্নয়নের রুপকার এমপি লিয়াকত হোসেন খোকার বদ্ধপরিকর। এই সমস্যা সমাধানে অচিরেই পদক্ষেপ নেয়া হবে ।