1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন মাসে সহিংসতার শিকার ৪৮০ জন নারী-শিশু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

তিন মাসে সহিংসতার শিকার ৪৮০ জন নারী-শিশু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৮৮ বার

আবদুল্লাহ মজুমদারঃদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। চলতি বছর মার্চ মার্চ হতে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (১৭ জুন) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। দেশের ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে সংগঠনটি জানিয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে—করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় পার করছে। অর্থনৈতিক টানাপোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্নতা ও অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস ঘটনা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে পরিবারের নারী শিশুদের ওপর।করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মহিলা পরিষদে এ বিষয়ে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরুর দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net