1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এক লিফটের দাম ২ কোটি, এসি ৫২ লাখ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এক লিফটের দাম ২ কোটি, এসি ৫২ লাখ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৮৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এক লিফটের দাম ২ কোটি টাকা, এসির দাম ধরা হয়েছে ৫২ লাখ, টেলিফোন ১৫ লাখ আর টেবিলের দাম ১২ লাখ টাকা। শুনে চোখ কপালে ওঠার মতো এমনই আকাশ-কুসুম দামের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। করোনাকালেও থেমে নেই উন্নয়ন প্রকল্পে কেনাকাটায় রাষ্ট্রের অর্থ লোপাটের চেষ্টা।
টিআইবি বলছে, দুর্নীতিবাজদের শাস্তির বদলে রক্ষার চেষ্টায় অনিয়ম থামার বদলে বাড়ছে। আরটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন ভয়ংকর অনিয়মের চিত্র।

গত বছর ফরিদপুর মেডিকেলে সাড়ে ৩৭ লাখ টাকার পর্দা কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্রের ছয় হাজার টাকার বালিশকাণ্ডে সারাদেশে সমালোচনার ঝড় তোলে। ধারণা করা হয়েছিল, করোনাকালে জীবন ঝুঁকিতে থাকা মানুষ অনিয়ম-দুর্নীতি থেকে দূরে থাকবে, তবে তাকে ভূল প্রমাণ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের বাকেরগঞ্জ, ফেনীর ফুলগাজী, যশোর, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর সদরে যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে ব্যয় ধরা হয় ৪৩৬ কোটি ৬৮ লাখ টাকা।

প্রস্তাবে প্রতিটি প্যাসেঞ্জার লিফটের দাম ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। ২১টি লিফটের মোট দাম ধরা হয়েছে ৪০ কোটি ৯৫ লাখ টাকা। যদিও প্রকার ভেদে লিফটের বাজার মূল্য প্রতিটি ২৫-৪৫ লাখ টাকা। অনলাইনে বিভিন্ন ব্রান্ডের লিফটের মূল্য দেখে এই তথ্য জানা যায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিটি এসির দাম ধরেছে ৫২ লাখ টাকা। প্রকার ভেদে প্রতিটন এসির বাজার মূল্য ৩৫-৫২ লাখ টাকা। প্রস্তাবে ৫০ টন এসি কেনার কথা উল্লেখ করেছে যার দাম দেখানো হয়েছে ৫২ লাখ প্রতিটি।

সিকিউরিটি এন্ড গেট লাইট সাড়ে ১২ লাখ টাকা প্রতিটি, সভাকক্ষের টেবিলের দামও ১২ লাখ টাকা। পিএবিএক্স-ইন্টারকম ব্যবস্থার প্রতিটি টেলিফোনের দাম ধরা হয়েছে ১৫ লাখ। লাগবে ৭টি প্রকল্পের জন্য। সাবমার্সিবল পাম্পের প্রতিটির দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা করে। লাইটনিং অ্যারেস্টার বা আর্থিং প্রতিটি সাড়ে ১৭ লাখ টাকা দাম ধরা হয়েছে। প্রতিটি প্রকল্পের কম্পিউটার নেটওয়ার্ক খরচ ধরা হয়েছে ১০ লাখ টাকা করে। আর একটি গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ ৬ লাখ টাকা।

এছাড়া প্রতিটি সিসি ক্যামেরা ৩০ হাজার ও আইপিএসের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা করে। ইনকিউবেটরের দাম ধরা হয়েছে ৮০ হাজার। খাঁচার দাম ৪০ হাজার, ফুল সাবিকিব টেবিল ৮০ হাজার, হাফ সাবিকিব টেবিল ৫০ হাজার, রিভলভিং চেয়ার ২০ হাজার টাকা করে। হাতলসহ কুশন চেয়ার ১২ হাজার টাকা। ঘাসকাটার মেশিন প্রতিটির দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন অবাস্তব দামের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে।
এই বিষয়ে পরিকল্পনা কমিশনের অর্থ ব্যবস্থাপনা সচিব আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে অনিয়মের পক্ষে সাইফ গাইলেন। নথির সাথে তার বক্তব্যের কোনো মিল পাওয়া গেলো না।

প্রতিটি লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ টাকা লেখা থাকলেও তিনি বলেন, এই ইউনিট অর্থাৎ ৩টি লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ টাকা। যদিও নথিতে লেখা মোট ২১টি লিফটের দাম ধরা হয়েছে ৪০ কোটি ৯৫ লাখ।

কথোপকথনের এক পর্যায়ে সচিব বলেন, পিডব্লিউডি আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিলটি প্রস্তাব করেছে। এই বিষয়ে তারা ভালো বলতে পারবেন। তাই প্রতিবেদককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেন। এক পর্যায়ে রাগান্বিত হয়ে তিনি বলেন, দেশের সব মানুষ ভালো হয়ে গেলো আর সরকারি সব কর্মকর্তারা চোর হয়ে গেলো।

সরকারি প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ, গঠিত হয় তদন্ত কমিটি। তবে তা খুব কমই আলোর মুখ দেখে। শাস্তির বদলে অদৃশ্য কারণে রেহাই পায় দুর্নীতিবাজরা। এমন অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দূর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া কিংবা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় বন্ধ হচ্ছে না এই ধরনের দুর্নীতি। সুশাসন আর জবাবদিহিতার অভাবে দিনে দিনে সরকারি দুর্নীতি ক্রমান্বয়ে কমার বদলে বাড়ছে। এখনই এর লাগাম টেনে না ধরলে দুর্নীতি বাড়বে বৈকি কমবে না।

এই বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনলাইনকে বলেন, দুর্নীতি সংগঠিত হওয়ার পর, তার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে দুর্নীতি দমন কমিশন। কারো প্রস্তাবের ওপর তদন্ত করতে পারে না সংস্থাটি।

এ ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net