1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁপাইনবাবগঞ্জে গম কেনায় অনিয়ম, সাতজনের বিরুদ্ধে দুদুকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গম কেনায় অনিয়ম, সাতজনের বিরুদ্ধে দুদুকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২০৪ বার

মঈন উদ্দীন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি নির্দেশনা অমান্য করে মিলারের কাছ থেকে কেনার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এতে সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে ছয়জনই খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। অন্যজন মিল মালিক। আসামিরা হলেন- নাচোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম (৫৬), ওসি এলএসডি মো. মনিরুজ্জামান (৩৮), নাচোলের ইসলামপুর এলাকার মেসার্স মিলন অটো রাইস মিলের মালিক শওকত আকবর মিলন (৫০), নাচোল খাদ্য গুদামের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা (৩৪), নিরাপত্তা প্রহরী নারদ চন্দ্র পাল (৩৭), আবু সাঈদ (৪৬) এবং ইসারুল ইসলাম (৩৬)।
মামলার বাদী দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ অভিযান চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গম শুধুমাত্র প্রান্তিক চাষিরাই দেবেন। কিন্তু গেল ৩ জুন রাত সাড়ে ৯টার দিকে একটি ট্রাকে করে ২৫ মেট্রিক টন গম গুদামে ঢোকান মিল মালিক মিলন। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জানতে পারেন। তিনি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গুদামে অভিযান চালানোর নির্দেশ দেন। পরে তারা অভিযান চালিয়ে গুদামের ভেতর ট্রাকে থাকা ৫০০ বস্তা গম জব্দ করেন। এই গমের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো জবাব দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net