1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে করোনার রেডজোনে ‘লকডাউন নাটক’ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সিলেটে করোনার রেডজোনে ‘লকডাউন নাটক’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২০৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রেড জোন সিলেটে ঠিকই ‘লাল চোখ’ দেখাচ্ছে করোনা। প্রতিদিনই স্রোতের মতো আক্রান্ত হচ্ছেন অনেকে। প্রাণও চলে যাচ্ছে একের পর এক। কাগজে কলমে আক্রান্তের সংখ্যা এখন তিন হাজার ছুঁই ছুঁই। মারা গেছেন অর্ধ শতাধিকেরও বেশী। এমন ভয়াবহ পরিস্থিতিতে সিলেটে লকডাউন নিয়ে চলছে ‘ছেলেমানুষী খেলা’। ঘন্টায় ঘন্টায় হচ্ছে নাটকের মঞ্চায়ন। সিটি করপোরেশন বলছে শনিবার থেকে লকডাউন, আবার জেলা প্রশাসন বলছে লকডাউনের কোন নির্দেশনাই নেই-সিলেটে। আর তাদের এমন রশি টানাটানি ও পরস্পর বিরোধী কথামালায় ক্ষোভের আগুন জ্বলছে সিলেটের সচেতন মহলের মাঝে।

সংক্রমণের মাত্রা বিবেচনায় রেড জোন বা বিপজ্জনক এলাকার মধ্যে পড়েছে সিলেটের অধিকাংশ এলাকা। সরকারি সিদ্ধান্ত মতে এসব এলাকা কঠোর লকডাউনের আওতায় আসার কথা। অথচ সেই অতি জরুরী লকডাউন এখন সকাল বিকাল মিটিংয়েই সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা সকালে এক সিদ্ধান্ত নেন তো বিকেলে আরেক সিদ্ধান্ত। সিটি মেয়র এক কথা বলেন, তো জেলা প্রশাসক ও সিভিল সাজন বলেন আরেক কথা। এখন আবার বলা হচ্ছে, রেড জোন, ইয়েলো জোন আর গ্রিন জোনের তথ্যে ত্রুটি আছে। এগুলোকে নতুন করে আবার ভাগ করতে হবে। এ অবস্থায় সিলেটে করোনার বিস্তৃতির চরম শংকা মানুষের মাঝে।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় বৃহস্পতিবার থেকে লকডাউন নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত হয়। সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ওই দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আজ বৃহস্পতিবার (১৮ জুন) থেকে তা কার্যকর হবে। বর্তমানে সিলেট নগরীর উত্তর সুরমায় তথা ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডগুলোতে করোনাক্রান্ত রোগী বেশি থাকায় এসব এলাকায় রেড জোন বেশি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মোট ১৯টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছি। এর মধ্যে দক্ষিণ সুরমায় শুধু ২৭ নম্বর ওয়ার্ড রেড জোনে। রেড জোন চিহ্নিত ওয়ার্ডগুলো স্বাভাবিকভাবেই লকডাউনের আওতায় থাকবে।’ অথচ অবাক করা বিষয় একদিনের মাঝেই তিনি তার বক্তব্য থেকে সরে আসেন। বুধবার দুপুরে সিলেটের সিভিল সার্জন জানান, আপাতত সিলেট জেলার রেড জোনগুলোতে নতুন করে লকডাউন করা হচ্ছে না। এ বিষয়ে সিলেট জেলার মাল্টিসেক্টরাল কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাগরিক সুবিধা, অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যাংকিং খাতসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী সভা কবে অনুষ্ঠিত হবে তা তিনি বলতে পারেননি।
এর মাঝে ভিন্ন কথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে বৈঠক হবে। বৈঠকের পরে বলা যাবে বিস্তারিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net