সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
পলাশে প্রাণ ফ্যাক্টরীতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও বাজার জাত করণের অভিযোগে দশ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ চরকা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ মল্লিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ড্রাগ্স সুপারসহ র্যাব ১১এর একটি অভিযানিক দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বিপুল পরিমান অনুনমোদিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া কোম্পানীর হবিগঞ্জ কারখানায় উৎপাদনের অনুমতি থাকলেও সার্জিক্যাল মাস্ক গেইট ওয়েল পলাশের চরকা কারখানায় উৎপাদন করছিলো প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এসব পন্য অনুমোদন ছাড়া উৎপাদন না করার শর্তে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ব্যপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহমেদ জানান, অফিসের বাইরে থাকায় বিস্তারিত জানেন না। ঘটনা সস্পর্কে অবগত হয়ে আলোচনা করবেন।