জামাল উদ্দিন স্বপন, নিজস্ব প্রতিবেদক :
দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমানের মা মরহুমা মেহেরুন্নেছার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে ডিবিসি চ্যানেলের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল উদ্দিন,নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহীন, সাপ্তাহিক কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহমেদ, বিজয় টিভির কুমিল্লা প্রতিনিধি ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, সাংবাদিক মোজাম্মেল হক আলম, মাসুদুর রহমান, আমজাদ হাফিজ আরিফুল ইসলাম ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমা মেহেরুন্নেছা দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত সোমবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।