আনোয়ারা সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উশা আকতার (৫৫) নামে এক মহিলা বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড লামারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা ওই এলাকার আবু তাহের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই মহিলা নিজ বাড়ির সামনে নিজ সবজি ক্ষেতে শাক তুলতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।