1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ডাকাত আটক, অস্ত্র ও লুণ্ঠিত গরু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগরিয়ার সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ফোরকান চট্টগ্রামের গ্রেফতার চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  আমীরে জামায়াতের সাথে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল : উপদেষ্টা আসিফ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ইরান শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: উপ-পররাষ্ট্রমন্ত্রী ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন  ডেমরায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

ঈদগাঁহতে ডাকাত আটক, অস্ত্র ও লুণ্ঠিত গরু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২১৪ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহ কালির ছড়া থেকে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

এ সময় দেশীয় তৈরী একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, তিনটি বড় কিরিচ, একটি বড় ছোরা, একটি লোহার রড উদ্ধার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সদরের ভারুয়াখালী থেকে বুধবার ভোর রাতে ৫ টি গরু উদ্ধার করা হয়।

আটককৃত হল চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ১নং ওয়ার্ডের ইদমনি গ্রামের কামাল হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (২৬), মৃত ছৈয়দ নুরের ছেলে নন্না মিয়া (৪৫)।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, আটককৃতরা সঙ্গবদ্ধ গরু ডাকাতিতে প্রত্যক্ষ ভাবে জড়িত।তারা প্রতিনিয়ত গভীর রাতে বিভিন্ন এলাকায় হানা দিয়ে গৃহস্থের গরু-মহিষ লুট করে নিয়ে যায়।

তারই ধারবাহিকতায় গত ৫ জুলাই দিবাগত রাতে ঈদগাঁও চাঁন্দের ঘোনা এলাকা থেকে ৫ টি গরু ডাকাতি হয়।
ঘটনার পরদিন থেকে পুলিশ বিভিন্ন স্থানে উৎপেতে থাকে এবং নজরদারি বাড়ায়। অনুরূপ ভাবে পরদিন রাত দেড়টার দিকে আটককৃতরা সহ আরো ৭/৮ জন ডাকাত গরু ডাকাতি করার উদ্দেশ্যে কালিরছড়া এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এস. আই ফরিদ উদ্দীন, এএসআই মহি উদ্দীনসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মুল হোতা রিয়াজ ও নন্না মিয়াকে ধৃত করতে সক্ষম হয় পুলিশ।

পরে তাদের কাছ থেকে উল্লেখিত অস্ত্র এবং স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত গরু গুলো ভারুয়াখালী এলাকা থেকে উদ্ধার করে।

ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, গরু ডাকাতদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় গরু ডাকাতি বন্ধ করা হবে।
আটককৃতদের কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছে। তথ্যের উপর ভিত্তি করে অপরাপর গরু ডাকাতদের ধরতে পুলিশ নানান কৌশল হাতে নিয়েছে।
তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net