কক্সবাজার প্রতিনিধিঃ
৮০টি ইয়াবাসহ কক্সবাজার সদরের ঈদগাঁহ গরুর বাজারের ইজারাদার রমজানুল আলম (৪০) প্রকাশ রমজান সওদাগরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে শহরের কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্টের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার ব্যবহারের একটি কার জব্দ করেছে পুলিশ।
আটক রমজানুল আলম কক্সবাজার সদরের ঈদগাঁহ মাইজপাড়ার মৃত আবদুল গণির ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের দাবী, রমজানুল আলম দীর্ঘ দিন রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি করে। সে সুবাদে ইয়াবাগুলো নিয়ে আসে।