1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একসময়ের নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা কাজী ইকবালের মানবিক পরিচয় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল দেশের মানুষকে শান্তি দিতে, বড় বড় শয়তান ধরতে হবে আর বড় সয়তান ধরতে নির্বাচিত সরকারের প্রয়োজন। – এ্যাডঃ আব্দুস সালাম আজাদ

একসময়ের নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা কাজী ইকবালের মানবিক পরিচয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১৬৮ বার

শাহাদাত হোসেন, (রাউজান চট্টগ্রাম)ঃ
কাজী মুহাম্মদ ইকবাল।রাউজান পৌরসভার গহিরাস্থ মৌলভী বাড়ীতে জন্মগ্রহ করেন।
তার পিতার নাম মৃত কাজী আবদুল অলি। ৪ ভাইর মধ্যে তিনি সবার বড়।ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধর আর্দশকে ধারণ করে ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন।

কাজী ইকবাল গহিরা কলেজ অধ্যয়ন কালে ১৯৮২ সালে গহিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৮৪ সালে রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১৯৮৬ সালে জেলা ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক পালনও করেন তিনি।

পরবর্তী রাউজান পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯৬ সালে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন তিনি। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে নির্বাচন হন।এছাড়াও রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের তিন তিনবার নির্বাচিত কাউন্সিলর ও গহিরা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে তিনি।

জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি।কাজী ইকবালের সপরিবার আওয়ামীলীগ পরিবারের সদস্য।তার আপন জেঠাতো ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব বর্তমান রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান।

জানা যায়,বিএনপি জামাত জোট সরকারের আমলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মানবতাবিরোধী, রাজাকার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত হন কাজী ইকবালসহ তার পরিবার।

রাজাকার সাকা চৌধুরীর সন্ত্রাসী বাহিনীরা কাজী ইকবালের ছোট ভাই কাজী ফোরখানকে গুলি করে হত্যার প্রচেষ্টা চালায়।কিন্তু তিনি পালিয়ে গিয়ে জীবন বাঁচাই। তিনিও ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৩ সালের ১অক্টোবর রাজাকার সাকা চৌধুরীর ফাঁসি হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।কাজী ইকবালের পার্শ্ববর্তী বাড়ীটি মানবতাবিরোধী সাকা চৌধুরীর।বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে হামলা মামলার শিকারও হন কাজী ইকবাল।

এত নির্যাতনের পরেও রাজনীতির হাল ছাড়েনি কাজী ইকবাল।তিনি বঙ্গবন্ধর আর্দশকে বুকে লালন করে নিজেকে প্রতিষ্ঠিত করে শত শত ছাত্রলীগের নেতাকর্মী গড়ে তোলে বঙ্গবন্ধর আর্দশে।যখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সহায়তায় তার এলাকার ব্যাপক উন্নয়ন ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে গেছেন।এলাকার সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত তিনি।

বর্তমান তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর।একজন সফল জনপ্রতিনিধি হিসাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশক্রমে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবার ও করোনায় আক্রান্ত আইসোলেশনে থাকা ব্যক্তি ও মৃত্যুবরনকারী ব্যক্তিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।প্রায় ৬ হাজার পরিবারকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা।

কাজী ইকবাল বলেন,ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছি।তবু আমি রাজনীতির হাল ছাড়িনি।এলাকার সাধারণ মানুষের দোয়া আমি এই পর্যন্ত এসেছি।যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাব।তিনি বলেন,আমি অতীতে যেমন রাজনীতি করেছি মানুষের জন্য।বর্তমানেও রাজনীতি করছি মানুষের সুখে,দুঃখে পাশে থাকার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম