সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিঅাই) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়। বুধবার (২৯ জুলাই) এনসিসিঅাই এর নেতৃত্বে এ চেক হস্তান্তর করা হয়।
বাবুরহাট ও মাধবদীর ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লক্ষ টাকা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ১০ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট হাজী আলী হোসেন শিশির সিআইপি। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনসিসিঅাই’র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, পাইকারচর ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী হাজী আবুল হাসেম, এনসিসিঅাই’র পরিচালক কাজিম উদ্দিন ভূইয়া, আল আমিন রহমান, মাধবদীর এমএমকে ডাইং এর স্বত্বাধিকারী হাজী আব্দুল মোমেন মোল্লা, বসুতি ডেভেলপমেন্ট প্রোপার্টির মনিরুজ্জামান ভূইয়া, মুক্তাদিন ডাইং এন্ড প্রিন্টিং এর পরিচালক মোক্তাদিন হোসেন প্রমুখ।