মোঃসাইফুল্লাহ: চলে গেলেন ওপারের সুন্দর ভূবনে–মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় সহকারি প্রধান শিক্ষক ড.এটিএম ওমর ফারুক স্যার। গত ৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকালকরেন বলে তার পরিবার সূত্রে নিশ্চিত করেছেন।– (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তিনি ২পুত্র এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। করোনা লক্ষণ নিয়ে গত ১ জুলাই তিনি গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ফরিদপুর মেডিকেল কলেজে আইসিইউ তে চিকিৎসা দেয়া হচ্ছিল।মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুসল্লী পরিবারের সন্তান মুফতি ড. এটিএম ওমর ফারুক এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাযার আজ ৪ জুলাই(শুক্রবার দিনযেয়ে)রাত১২টা ৫৫ মিনিটে মাওলানা তৈয়েবুর রহমানের ঈমামতিতে মহম্মদপুর উপজেলার নারায়নপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে নারায়ণপুর গোরস্থানেই গভীর রাতে দাফন করা হয়।