এফ এ নয়ন:
গাজীপুরের পূবাইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ট্রাক খাদে
গাজীপুর মহানগরের পূবাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টায় পূবাইলের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর জেলার পূবাইল থানাধীন মাজুখান গ্রামের রুস্তম আলীর ছেলে হৃদয় খান (২২) ও নারায়নগঞ্জ জেলার মহসিনের ছেলে শাকিল (২২)। শাকিল টঙ্গীর শিলমুন এলাকায় পানির পাম্পের পাশে একটি ভাড়া বাসায় থাকতো।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক ভূইয়া জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) মাজুখান বাজার থেকে আসা একটি মোটরসাইকেল পূবাইলের পিপুলিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তখনই মোটরসাইকেল এবং ট্রাক পাশের একটি খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই শাকিল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং আহতাবস্থায় অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।