সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে মোঃ তুহিন মোল্লা (৪০)
হত্যারকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে
এলাকাবাসী। রোববার বেলা ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার
ঘোনাপাড়ায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান
চৌধূরী টুটুল, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শরিফুল
আলম রনি, ইউপি সদস্য মুরশিদ মোল্লা প্রমূখ। তুহিন হত্যা মামলার সকল
আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত আসামী
গ্রেফতার ও শান্তির দাবী জানান।
তুহিনের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া বেগম বলেন, তুচ্ছ কারণে আমার
স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিল প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর সদর
থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও অদৃশ্য কারণে পুলিশ সকল আসামী
গ্রেফতারে তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই চন্দ্র সাহা বলেন, তুহিন
হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের
গ্রেফতারে সচেষ্ট রয়েছি।
প্রশংগত গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা
গ্রামে মসজিদ কমিটির দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন তুহিনকে টেটাবিদ্ধ
করে হত্যা করে। পরদিন নিহতের বড় ভাই ১৫ জনকে আসামী করে সদর থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন।