এম.এইচ সোহেল: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংলগ্ন একটি গ্রাম চিলপাড়া। অপরুপ প্রকৃতিক সৌন্দর্য চিলপাড়া গ্রামে প্রতিদিন ঘুরতে আসে অসংখ্য দর্শনার্থী। ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে ঘুরতে আসেন পরিবার নিয়ে, নারী পুরুষ বিশেষ করি তরুণদের বেশি দেখা মিলে। ডাতাতিয়া নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর চিলপাড়া গ্রামে রয়েছে দৃষ্টিন্দন চিলপাড়া ব্রিজ, এই ব্রিজে দা
দাড়াইলে দু’পাশে দেখা যায় ডাকাতিয়া নদী, অসংখ্য তরুণরা প্রতিদিন চিলপাড়া ব্রিজে দাঁড়িয়ে উপভোগ করেন গ্রামের কোলাহল ডাকাতিয়া নদীর মোহনা। এর একটু পর চিলপাড়া – ঢালুয়া গ্রামের রাস্তা, রাস্তার পাশেই পুটিয়ারছিল গ্রামে রয়েছে দর্শনার্থীর জন্য সবচেয়ে আকষর্নীয় বিস্তৃত জলাশয়ে নৌকা ভ্রমণ। রয়েছে সারি সারি নৌকা। দর্শনার্থীরা নৌকা ভাড়া নিয়ে জলাশয়ে ঘুরে বেড়ান। বিভিন্ন এলাকা থেকে আগত শতশত দর্শনার্থী সড়ক দাঁড়িয়ে উপভোগ করেন জলাশয়ের এই দৃশ্য। চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট উপজেলার সংলগ্ন হওয়াতে দু’উপজেলা থেকেই মোটরসাইকেল কিংবা সিএনজিতে আসেন ভ্রমণ পিপাসুরা। শুত্রুবার এবং ঈদের সময় দর্শনার্থীর সংখ্যা অনেক গুন বেড়ে যায়। জলাশয়ের মাঝেখানে রয়েছে দ্বীপের মত দেখতে চায়ের দোকান। তাছাড়া সড়কের পাশে রয়েছে একটি ভালো রেস্টুরেন্ট ও চায়ের দোকান।