জামাল উদ্দিন স্বপনঃ
কুমিল্লা লাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা মোঃ বাবুল গাজি মিথ্যা মামলায় সাতদিন কারা ভুগে করে জামিনে মুক্ত হয়ে আসে।এদিকে বাবুল গাজীর জামিনের কথা শুনে এলাকাবাসি আনন্দে পথের দুপাশে দাড়িয়ে ফুলের শুভেচ্ছা জানান।পেরিয়া ইউনিয়ন পরিষদের মাঠে হাজার হাজার মানুষ ঢল নামে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত জনতার মাঝে বাবুলগাজির পক্ষে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির।তিনি যারা এ মিথ্যা মামলা দিয়িছে তাদের তিব্র নিন্দা জানায়।বাবুল গাজী উপস্থিত সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানায় এবং বলেন আল্লাহ যদি আমাকে সুস্থ রীখেন পূর্বের মত সবসয় তাদের পাশে থাকবেন বলে কথাদেন।এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত চিলেন।