অনলাইনে কোরবানির পশু বেচা-কেনা অনেক আগে থেকেই শুরু হলেও এবার অনলাইনে বেচাকেনা জমবে ভালো। কারণ করোনাভাইরাস (কোভিড-১৯) বদলে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সচেতন মানুষ এখন ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই দৈনন্দিন কাজকর্ম করছেন। ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ এখন অফিস, ব্যবসা-বাণিজ্য, নিত্যপণ্য কেনাকাটা, শিক্ষা-স্বাস্থ্য সবকিছুতেই ব্যবহার করছেন অনলাইন প্লাটফর্ম। গাজীপুরে বিভিন্ন খামারীর মালিকরা গরু মোটা-তাজা করে এবারের ঈদে অনলাইনে গরু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন।
গাজীপুর টঙ্গী দত্তপাড়া এলাকায় হাবীব ফার্ম এর মালিক হাবিবুর রহমান জানান, আমার খামারের চল্লিশ টি গরু অত্যন্ত সযত্মে লালন-পালন করে এবারের কোরবানীতে বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি। তিনি বলেন বাজার ভালো হলে এই গরুগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। এছাড়া অনলাইনে ভালো সাড়া পাচ্ছি তবে অগ্রিম কিছু বলতে পারছিনা। তিনি বলেন এই প্রথম তিনি গরুর খামার দিয়েছে তাতে করোনা ভাইরাস সব উলটপালট করে দিয়েছে।তাই এবার যদি ব্যাবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাই তবে আমার অকল্পনীয় ক্ষতি হয়ে যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গরু-ছাগলসহ কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছেন অসংখ্য কৃষক, খামারি ও ব্যবসায়ী। গ্রামের অনেক খামারিও এখন অনলাইনে বেচাকেনা করছেন। অনেকে ফেসবুক পেজের মাধ্যমে গ্রুপ করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপেক্ষা এখন ক্রেতাদের জন্য।