হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের এলজিএসপির দেড়শ দরিদ্র ও ঝুকিপূর্ণ পরিবারের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পাঠাকাটা ইউপি কমপ্লেক্সের সামনে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউপি চেয়ারম্যান ফয়েজ মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল মান্নান মোল্লা, আজিজুল হক, নুর রহমান, ঝন্টু মিয়া, হালিমা খাতুন, সালমা খাতুন, সম্পা বেগম, ইউপি সচিব সচিব জাহিদ নেওয়াজসহ গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পাঠাকাটা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকার এলজিএসপির আওতাভুক্ত প্রতিটি পরিবারের মাঝে ৪ টি লাইফবয় সাবান, ৬টি মাস্ক, ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার একটি প্যাকেটে ভরে তা বিতরণ করা হয়।