নিজস্ব প্রতিবেদক :
জননেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই।
তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার, এককালীন অস্থায়ী প্রেসিডেন্ট এ কে এম ফজলুল কাদের চৌধুরী ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯৫৪-এর নির্বাচনে এমএলএ নির্বাচিত, ১৯৬২-তে তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আটটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে এবং ১৯৬৩ সালে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে অধিষ্ঠিত হন। ১৯৭৩-এর ১৮ জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান চুয়েট), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রাম মেরিন ফিসারিজ অ্যাকাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ এবং বাস্তবায়ন করেন।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীর পিতা।
মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।