1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রায় ৪ লাখ মানুষের পটিয়ায় করোনার নমুনা পরীক্ষা হয় দিনে মাত্র ২০টি ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

প্রায় ৪ লাখ মানুষের পটিয়ায় করোনার নমুনা পরীক্ষা হয় দিনে মাত্র ২০টি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৯৭ বার

গিয়াস উদ্দিন, পটিয়া
চট্টগ্রামে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি হওয়ায় পটিয়া রয়েছে রেড় জোনে। এরমধ্যে প্রায় সময় করোনা আক্রান্ত এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই আতঙ্কিত পটিয়াবাসী করোনা পরীক্ষার নমুনা দিতে হুমড়ি খেয়ে পড়ছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।

প্রায় ৪ লাখ জন সংখ্যা অধ্যুষিত পটিয়ায় প্রতিদিন নমুনা দিতে আসা লোকের জন্য প্রায় দেড় শতাধিকের বেশি বলে জানালেন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা। তবে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন নমুনা সংগ্রহের সক্ষমতা মাত্র ২০টি। এতেই দুর্ভোগে পড়ছে পটিয়াবাসী।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন ২০ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বহির্বিভাগে ১৫ জনের ও অন্তঃবিভাগে ৫ জনের।
সরেজমিন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়, সকাল থেকে প্রায় দেড়শ জনের অধিক লোক করোনা পরীক্ষার জন্য হাসপাতালে ভিড় করেন। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে সল্পতার কারণে প্রতিদিন নমুনা পরীক্ষা দিতে আসা লোকজনের হার বাড়ছে। অভিযোগ উঠেছে, নমুনা দিতে এসে সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ ঝুঁকিও বাড়ছে।

পটিয়া স্বাস্থ্য কমল্পেক্সের প্যাথলজি বিভাগ সূত্রে জানা যায়, নমুনা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বলে দিলেও আগে ভাগে এসে ভিড় করেন রোগীরা। জ্বর-সর্দি হলেই চলে আসছেন নমুনা দিতে। এতে সামাজিক দূরত্ব না মানায় পজিটিভ রোগীর সংস্পর্শে এসে নেগেটিভ লোকজনও পজিটিভ হওয়ার ঝুঁকিতে পড়ছে।

মুহাম্মদ নিজাম উদ্দীন (৪০) এক করোনা আক্রান্ত ব্যক্তি বলেন,আমার করোনা উপর্সগ দেখা দিলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে আমি ও আমার স্ত্রী এক সাথে যায়। নমুনায় আমার করোনা পজেটিভ আসে তখন আমার স্ত্রীর নমুনা নেগেটিভ ছিল।স্বাস্থ্যকমপ্লেক্সে নমুনা দিতে আসা রোগীকদের সংর্স্পশে আসায় একদিন পরে আমার স্ত্রীও করোনা পজেটিভ হয়ে যায়।

জানা যায়, নমুনা দিতে এসে যারা নমুনা দিতে পারেনি তাদের মধ্যে অনেকেই আর নমুনা দিতে আসেনা। ফলে তাদের সংর্স্পসে আসা ব্যাক্তিগুলো এবং তাদের পরিবার নিকট আত্মীয়রাও সংক্রমিত হওয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহ ৭ দিন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত ২৭ জুন থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নমুনা সংগ্রহের কার্যক্রম। করোনা পজিটিভ রোগী ও যাদের উপসর্গ আছে তাদের যেন আলাদা করা হয়। বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ সপ্তাহের শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার শুধুমাত্র সন্দেহভাজনদের এবং রোববার ও বুধবার শুধুমাত্র ফলোআপ রোগীদের (যাদের আগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে) নমুনা সংগ্রহ করবে বলে ঘোষণা দিয়েছে।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজিব দে জানান, দুজন মেডিকেল টেকনোলজিস্টদের সাথে আরও ৬ জন নতুন মেডিকেল টেকনোলজিস্টকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নমুনা সংগ্রহের জন্য যুক্ত করা হয়েছে। যাতে সপ্তাহজুড়ে নমুনা সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল হয়।

জানা গেছে, প্রথম দিকে রোগীদের চাপ কিছুটা কম থাকলেও এখন চাপ বেড়েছে অনেক। প্রতিদিন ২০ জনের নমুনা সংগ্রহের টার্গেট থাকলেও সংগ্রহ করা হচ্ছে আরও বেশি। ২ এপ্রিল হতে ৩ জুলাই পর্যন্ত পটিয়া ৯২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭৯৮ জনের রির্পোট পাওয়া গেছে। তাদের মধ্যে ২৪ জুন পর্যন্ত ২৮৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪১ জন, মারা গেছেন ৫ জন। বাকিরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে, বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা আইসোলেশন সেন্টার চালু করেন ৫ জুন। এপর্যন্ত এই ওর্য়াডে করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়েছেন ১৭জন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন ও বর্তমানে আইসোলেশনে আছেন ৪ জন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব দে বলেন, আমরা রোগীদের প্রতিনিয়ত সচেতন করার চেষ্টা করছি। নমুনা দিতে এসে রোগীরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন চেষ্টা করে যাচ্ছি। উপসর্গ না থাকলে অযথা কেউ যেন নমুনা দিতে ভিড় না জমান মাইকিংও করছি।তবুও মানুষ সচেতন হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net