1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
”প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা” বিষয়ের লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবিতে আলোচনা সভা খাগড়াছড়ির পানছড়ির দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

”প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা” বিষয়ের লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২২৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ “রূপসী সীতাকুণ্ড” ও মাতৃভূমি সামাজিক সংগঠনের যৌথ আয়োজনে করোনাকালে মনোবিকাশে ভার্চুয়াল প্রতিযোগীতা আমার চোখে ”প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা” বিষয়ের লেখা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৪ জুলাই বেলা ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের সমাজ উন্নয়ন সংস্থা ইপসা’র বীর মুক্তিযোদ্ধা ডা.এখলাস উদ্দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপসা’র পরিচালক(অর্থ)পলাশ চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, পৌর কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো, সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর দেবনাথ।

মাতৃভুমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসী সীতাকুণ্ড গ্রুপের চীপ অ্যাডমিন কৃষ্ণ চন্দ্র দাস।

এ সময় কৃষ্ণ চন্দ্র দাস বলেন, রূপসী সীতাকুণ্ড গ্রুপ একটি অরাজনৈতিক ফেসবুক ভিত্তিক গ্রুপ। গ্রুপটি ২০১৯ সাল থেকে ফেসবুকে সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনা ও সীতাকুণ্ডকে মানুষের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। গ্রুপটি শুধু ফেসবুকে সীমাবদ্ধ না থেকে সামাজিক অস্তিত্ব নিশ্চিত করে সীতাকুণ্ডের সর্বস্তরের উপকারের জন্য কাজ করতে চায়।
আর এর অস্তিত্বের আত্মপ্রকাশ ঘটে আজকের অনুষ্ঠানের মধ্যদিয়ে।
কৃষ্ণ চন্দ্র দাস আরও বলেন, “শুরুতেই সীতাকুণ্ডের দীর্ঘ দিনের সামাজিক সংগঠন মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল ভাইয়ের বদৌলতে যৌথভাবে অনুষ্ঠানের পথচলা শুরু করি। আমরা সীতাকুণ্ডের জন্য আরও কাজ করতে চায়। সেজন্য দরকার সহযোগীতা। আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইপসা। এজন্য ইপসা’কে রূপসী সীতাকুণ্ড গ্রপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরো উৎসাহিত করেছে।এজন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে সর্বাত্মক চেষ্টা করেছেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাস ও উক্ত সংগঠনের সদস্যরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি”।

অনুষ্ঠানে শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অধিকার পুরস্কার গ্রহণ করেছে পৌরসদরের মহাদেবপুরের বাসিন্দা মো. হবসাদমান, দ্বিতীয়স্থানের পুরস্কার গ্রহণ করেছে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকার বাসিন্দা নাঈম আহমেদ কফিল ও তৃতীয়স্থানের পুরস্কার গ্রহণ করেছেন বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামের বাসিন্দা মো. রাকিব হোসেন চাঁদ। তারা তিনজনেই স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
উন্মুক্ত বিভাগের প্রথমস্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করছেন বাড়বকুণ্ডের দাঁড়ালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ওমর ফারুক, দ্বিতীয়স্থানের পুরস্কার গ্রহণ করেছেন, পৌরসভার পশ্চিম মহাদেবপুরের বাসিন্দা মানস নন্দী ও তৃতীয়স্থানের পুরস্কার গ্রহণ করেন ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ইউসুফ।

বিজয়ী ছয়জনকে অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিল্টন রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিল্টন রায় বলেন, করোনায় আক্রান্ত, মৃতের সংখ্যার খবর শুনে মানুষ ভীত হয়ে পড়েছিল। এতে মানুষ আক্রান্ত হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ছে। তাই যারা দুশ্চিন্তা থেকে বের হতে পেরেছে, তাদের ইমিউনিটি দ্রুত বাড়ায় করোনা তাদের ঘায়েল করতে পারেনি। তাই এসময়ে দুশ্চিন্তা থেকে বের হতে খুবই দরকার ছিল মনোবিকাশের চর্চা। বাংলাদেশের পর্যটন স্পটগুলোর প্রথম সারির ৫০টির মধ্যে আটটিই সীতাকুণ্ডের। কিছু সমস্যা থাকায় সীতাকুণ্ড পর্যটন স্পট উন্নয়নের বাধা সৃষ্টি করে রেখেছে। তবুও সীতাকুণ্ডের সৌন্দর্য্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে মিডিয়া ও সোস্যাল মিডিয়ার বদৌলতে। করোনার সময়ে মনোবিকাশের আয়োজন করায় রূপসী সীতাকুণ্ড ও মাতৃভুমি সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।

পুরস্কার পেয়ে অনুভুতি ব্যক্ত করেন উন্মুক্ত বিভাগের প্রথমস্থান অধিকারকারী পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ কার্যালয়ের সিনিয়র অফিসার ওমর ফারুক।
তিনি বলেন, আমি সীতাকুণ্ডের বাসিন্দা হলেও সীতাকুণ্ডের অনেক কিছু এখনো অজানা। লেখা লিখতে গিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে নতুন স্পটের খোজে বেশ কয়েকদিন ঘুরতে হল । সীতাকুণ্ডে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে পর্যটনের দিকে কক্সবাজারের পরের স্থান সীতাকুণ্ডের। কিন্তু সরকারি সহযোগীতা দরকার।

সুদূর ঢাকা থেকে অনুষ্ঠানটির সার্বিক তদারকি ও দিক নির্দেশনা প্রদান করেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসী সীতাকুণ্ড গ্রুপের মডারেটর সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক অশোক দাশ, বারামখানা সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরীসহ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতির বক্তব্যে এম সেকান্দর হোসাইন বলেন, অনলাইন ভিত্তিক সামাজিক গ্রুপগুলো সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেটা সীতাকুণ্ডের মানুষের জন্য একটা ভালো। কিন্তু এমন যেন না হয় যে, সামাজিক গ্রুপগুলো দ্বারা সমাজের কোন ক্ষতি হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এসময়ের তরুণরায় পারে সীতাকুণ্ডকে তুলে ধরতে। তাদেরকে সবার সহযোগিতা করা উচিত।
এর আগে গত ১৮ জুন স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার সহযোগীতায় আমার চোখে প্রিয় সীতাকুণ্ড-পর্যটন ও সম্ভাবনা শিরোনামে সীতাকুণ্ডের বাসিন্দাদের কাছে লেখা আহবান করে আয়োজকরা। এতে মিডিয়া পার্টনার ছিল রেডিও সাগরগিরি। প্রতিযোগীতায় ৯৫টি লেখা জমা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম