বদরুল হক:
আনোয়ারা উপকূলে গহিরা এলাকার মোহাম্মদ রফিকের মালিকানাধীন এম বি গরীবউল্লা শাহ্ নামে বঙ্গোপসাগরের অদূরে কতুবদিয়া সীমানায় ট্রলারটি ডুবে যায় এতে মুন্সি মিয়া নামের এক জেলে নিখোঁজ রয়েছে। ট্টলারে লোকবল ছিল ১২ জন।গত ২১শে জুুলাই মঙ্গলবার রাতে নোঙ্গর থাকা অবস্থায় ঘুর্নিঝড়ের কবলে পরে মুহুর্তে ট্টলারটি ডুবে যায়।সাথে থাকা অপর একটি ট্রলার এসে ১১ জন জেলেকে উদ্ধার করলেও কিন্তু মুন্সি মিয়া নামের একজন জেলেকে পাওয়া যায়নি।
ট্রলারের মালিক মুহাম্মদ রফিক বলেন, গত মঙ্গলবার রাত ৩ টায় আমার হযরত গরিব উল্লাহ শাহ নামের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। অপর একটি ট্রলার এসে ১১জন জেলেকে উদ্ধার করলেও বাকী একজন এখনো নিখোঁজ রয়েছে।আজ ট্রলারটি উদ্ধার করে ফকির হাট চরে নিয়ে আসা হয় ।কিন্তু মুন্সি মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি,উদ্ধােরের জন্য সর্বাক্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান, ট্রলারের মালিক রফিক।নিখোঁজ হওয়া মুন্সি মিয়ার বাড়ী আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন ফকিরহাট,পূর্ব গহিরা গ্রামে।