সৈয়দ নুরুল আফসার, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর বহুল আলোচিত সামাজিক সংগঠন বাঁশখালী কমল স্মৃতি সংসদের নব গঠিত কমিটির বৃক্ষরোপণ কর্মসুচী পালনের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী ভিত্তিক এ সংগঠন বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কার্মকান্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
নবগঠিত কমিটির এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশখালী কমল স্মৃতি সংসদের উপদেষ্টা শওকতুল ইসলাম, সভাপতি বেলাল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি রবিউল হোসেন, সহ সভাপতি মোহাম্মদ সুলতান, সৈয়দ নুরুল আফসার, সাধারণ সম্পাদক শফিউল করিম টিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক হেফাজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (উত্তর) তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (পৌরসভা) হারুনুর রশিদ রাকিব, দপ্তর সম্পাদক নুর উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ এবং নব্য সদস্য মুহসিনুল ইসলাম চৌধুরী রায়হান, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ ইউনুস ফারুক, মোহাম্মদ কাসেফ উদ্দিন প্রমুখ।