মোঃসাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে গত রাত ১২ টার দিকে সাপের কামড়ে ফয়সাল বিশ্বাস (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ফয়সাল বিশ্বাস জোকা গ্রামের আছাদ বিশ্বাসের ছেলে। সে গোপালপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ফয়সাল একা কক্ষে ঘুমোতে যায়। হঠাৎ মধ্য রাতে সাপ সাপ বলে চিৎকার করে উঠে সে, তখন পাশের ঘর থেকে তার মা-বাবা ছুটে আসলে সে জানায় তাকে সাপে কামড়িয়েছে। এমতবস্থায় প্রথমে তাকে গোয়ালপাড়া ও হোগলডাঙ্গা ওঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান- গত রাতে সাপের কামড়ে শ্রীপুরের জোকা গ্রাম থেকে আসা আহত শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে এন্টি-ভেনাম ইনজেকশন দেওয়ার পর তার মৃত্যু হয়।