মোঃসাইফুল্লাহ: মাগুরা সিভিল সার্জন অফিস জানিয়েছেন আজ ২০ জুলাই সোমবার মাগুরা জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জন।গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ৪২ জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –২৩৯৪জনের।
আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৪৭ জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা -২১৪৯জনের।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -১৮
জনের মধ্যে -মাগুরা পৌরসভার ১১ জন -স্টেডিয়াম পাড়ার ২ জন,পৌরগোরস্থান এলাকার ২ জন,কোর্ট পাড়ার ২ জন,কারিকারপাড়া,কলেজপাড়া, সাহাপাড়া,বউবাজার ও রায়গ্রামের ১ জন করে।
মাগুরা সদর উপজেলায় ৩ জন -আঠারোখাদা ইউনিয়নের আলিধানী গ্রামে,হাজীপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে ও বগিয়ার -পাইকেল গ্রামে।
মহম্মদপুর উপজেলায় ১ জন -বিনোদপুর বাজারে।
শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানের বাড়ীর ১ জন।
শালিখা উপজেলার আড়পাড়ায় ১ জন।
নড়াইলের লোহাগাড়ার ১ জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৩২৫ জন।
আজ নতুন সুস্থ হয়েছে -৯জন।
অদ্যাবধি মোট সুস্থ হয়েছে -১৬৯ জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১৩৬ জন।
হাসপাতালে ভর্তি আছেন–৪জন।
রেফার -৯জন।
অদ্যাবধি মৃত-৭জন।