মোঃ সাইফুল্লাহ: আজ ২৫ জুলাই২০২০ শনিবার মাগুরায় বিশিষ্ট ব্যবসায়ী ও তার ছেলেসহ নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো৩৭৮ জনে। আর গত শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ২১১ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন মাগুরা সদরের ৫ জন,মহম্মদপুরে ৩ জন,শ্রীপুরে ২ জন ও শালিখার ১ জন।
শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত সুস্থ হয়েছে ২১১ জন।উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার করা হয়েছে ৯ জনকে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮ জনের ।