1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

মাগুরা শ্রীপুরের অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৮১ বার

মাগুরা,মোঃসাইফুল্লাহ: মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে প্রশাসনের নিরব ভূমিকার কারণে অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট। মাগুরা-ঝিনেদা -কুষ্টিয়া ও রাজবা ড়ী জেলার বানিজ্যিক কেন্দ্র যা মাগুরা জেলার শ্রীপুর থানার শেষ প্রান্তে গড়াই নদীর তীর ঘেষে বিরাট এই বানিজ্যিক প্রতিষ্টান লাঙ্গলবাঁধ বাজার টি গড়ে উঠেছে। বাজারটি মাগুরার শ্রীপুর ও ঝিনেদার শৈলকূপা থানার সিমান্তে গড়ে উঠলে ও প্রসাশনিক ভাবে পুরো বাজার টি নিয়ন্ত্রন করে শ্রীপুর থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে বাজারের চুরি পট্টির বেশ কিছু দোকানদার ও জনতা ব্যাংকের নিচে আরো কিছু দোকানী প্রকাশ্যে সরকারী আইন অমান্য করে দীর্ঘদিন ধরে তারা অবৈধ কারেন্ট জালের ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন রাজবাড়ি জেলার পাংশা , কালুখালী,
বালিয়াকান্দী , কুষ্টিয়া জেলার খোকসা , কুমার খালী ঝিনাইদহ জেলার শৈলকুপা ও মাগুরা জেলার সদর, শ্রীপুর, মুহাম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকেরা এই বাজারে এসে জাল কিনে নিয়ে যায়।
অবৈধ এসব কারেন্ট জাল প্রতি একশ গ্রাম ৫শ
থেকে ১৫শ টাকা দরে বিক্রি হয়ে হচ্ছে।বাজারে বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল কিনতে আসা অনেকেই জানান ১শ গ্রাম জাল ৭শ /৮শ টাকায় ক্রয় করেছি ।

এব্যাপারে গয়েশপুর ইউপির চেয়ারম্যান আঃ হালিম মোল্যা বলেন বাজারে কে কি বিক্রয় করছে সেটা আমার জানা নেই। শ্রীপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বরত মৎস কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ জানান- খুব শিঘ্রিয় আমি ইউএনও স্যারের সাথে আলোচনা করে বাজারে যারা অবৈধ কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে গত বছরের ন্যায় এবারও অভিযান পরিচালনা করবো, যদিও এ বছর করোনার কারণে অভিযান চালানো অনেকটায় দেরি হয়ে গেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ জানান- আমি এথানায় নতুন যোগদান করেছি এই প্রথম শুনলাম শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে অবৈধ কারেন্ট জাল বেচা-কেনার কথা।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ছিন কবির জানান- যারা এইসব অবৈধ কারেন্ট জাল বেচা- কেনার খবর শুনেছি, বিক্রির সাথে জড়িত তাদের নাম ঠিকানা আমাকে দেন আমি তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net