মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
২৪ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় তারিকুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে উক্ত বৃক্ষরোপন কার্যক্রমে বনজ, ফলজ, ঔষধী এই তিন ধরনের গাছ রোপন করার মাধ্যমে উক্ত কর্মসুচী উদ্বোধন করেন মীরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের।
এই আরো উপস্থিত ছিলেন মায়ানী ইউনিনের ৯নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি জানে আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগ নেতা মোশাররফ হোসেন, মোঃ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ এনায়েত উল্লাহ, মোঃ রুবেল সহ প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ বলেন: বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তাই আমাদের সবার উচিত সবাই অনন্ত ৩টি করে গাছ লাগানো প্রয়োজন।