শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। ৯ জুলাই বৃহস্পতিবার সকালে এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরে আলম দীন,উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মেদ,উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশিল।