1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনার ভাঙ্গনে বিলীন চরাঞ্চলের শতশত ঘরবাড়ি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ! ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান বাংলাভাষা ভারতে ধ্রুপদী স্বীকৃত,  বাংলাদেশেও স্বীকৃতি চাই পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা বন্ধে ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬ শিক্ষকদের সন্মান জানালো মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঠাকুরগাঁও – ২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার । প্রত্যাশিত ফলাফল অর্জনকারীদের বৃক্ষ উপহার দিলো জিনিয়াস আইডিয়াল স্কুল

মেঘনার ভাঙ্গনে বিলীন চরাঞ্চলের শতশত ঘরবাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪২৭ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদীঃ
নরসিংদীতে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হচ্ছে চরাঞ্চলের গ্রামের পর গ্রাম। প্রতি বছরই মেঘনার গর্ভে বিলীন হচ্ছে চরাঞ্চলের ফসলী জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থানসহ শত শত ঘরবাড়ী। বছরের পর বছর ধরে চলা এসব ভাঙ্গনে মানুষ ঘরবাড়ি হারিয়ে নিস্ব হলেও ভাঙ্গন রোধে চোখে পড়ার মতো নেয়া হচ্ছে না কোন স্থায়ী ব্যবস্থা। আর ভাঙ্গনের কবলে পড়ে হুমকির সম্মুখীন হয়ে পড়েছেন চরাঞ্চলের লাখো মানুষ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার দূর্গমচরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর, ইমামদীরকান্দি ও সদাগরকান্দি, চরমধুয়া ইউনিয়নের বীর চরমধুয়া গ্রামের প্রায় শতাধিক বসত ভিটা। বিলীনের পথে অসংখ্য ঘরবাড়ি। সেই সাথে বিগত ১মাসে অব্যাহত ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় শত বিঘা ফসলি জমি। সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ঘরবাড়ি হারানো পরিবারগুলো।
সরজমিনে গেলে, কালিকাপুর, ইমামদীরকান্দি ও সদাগরকান্দি, বীর চরমধুয়া গ্রামের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা জানান, ঘরবাড়ি না থাকলে সেমাই, চিড়া-মুড়ি দিয়ে কতদিন চলবে। একটু জায়গা থাকলে মাথার উপর কাগজ দিয়ে থাকতে পারতাম। নদী ভাঙ্গনেতো ঘরবাড়ি সব কিছুই কেড়ে নিলো। একটি থালা বাসনও রাখতে পারিনি। অন্যদিকে ভাঙনের আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি সহ আসবাবপত্র, বিভিন্ন মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। এতে করে অনেকে আবার নিজ গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে মেঘনায় এ ভাঙন। নদী ভাঙ্গনরোধে দ্রুত প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও শত শত পরিবারসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার জানান, আমি ভাঙন এলাকা পরির্দশন করে শুকনো খবারের ব্যবস্থা করেছি। ইউএনও’র মাধ্যমে সরকারি সাহায্য সহযোগিতার জন্য তালিকা প্রস্তুত করছি।
এছাড়াও নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের শুটকিকান্দি ও শ্রীনগর গ্রামেও নদী ভাঙনের ঘটনা ঘটে। মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুই গ্রামের দেড়শতাধিক বাড়িঘরসহ শত শত একর ফসলী জমি। ভাঙ্গনের আশঙ্কায় নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে গ্রামের আরও দেড় শতাধিক ঘরবাড়ি।
বাড়ীঘর হারিয়ে নারী, শিশু বৃদ্ধদের নিয়ে কেউ খোলা আকাশের নীচে আবার কেউবা আত্মীয়-স্বজনের বাড়িতে বসবাস করছেন ভাঙ্গন কবলিত গ্রামের মানুষ। নদী তীরে বালির বস্তা ফেলে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করেছেন পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাতেও কোন ফল হয়নি। দ্রুত ভাঙ্গন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করলে চরাঞ্চলের আরো বেশকিছু গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
এছাড়া রায়পুরা উপজেলার চরাঞ্চলের মির্জারচর ও শ্রীনগর ইউনিয়নের কমপক্ষে ১৫ গ্রামে প্রতি বর্ষা মৌসুমে শুরু হয় নদী ভাঙ্গন। আর বছরের পর বছর ধরে অব্যাহত নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে শত শত একর ফসলী জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের ঘরবাড়ী।
বছরের পর বছর মেঘনার ভাঙ্গনের কবলে পড়ে চাঁনপুরের মতো চরমধুয়া ইউনিয়নের চরমধুয়া, বীরচরমধুয়া, মির্জারচর ইউনিয়নের তাত্তাপাড়া, শান্তিপুর ও শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর, পলাশতলীসহ অন্যান্য গ্রামগুলোতেও সর্বস্বান্ত হচ্ছেন মানুষ। কিছু কিছু গ্রামের প্রায় ৬০ শতাংশ ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। চরাঞ্চলের এসব ভাঙ্গনে গ্রামের মানুষ বালির বস্তা, বাঁশ ও বেড়া দিয়ে নদী ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলেও কোন উদ্যোগ চোখে পরেনি বলে অভিযোগ স্থানীয়দের।
রায়পুরার চরমধুয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান রানা জানান, প্রতি বছরই ভাঙ্গনের কবলে পড়ে এলাকার ভৌগলিক অবস্থান পাল্টে যাচ্ছে। ফসলী জমি, বাড়ী ঘর হারিয়ে এলাকার মানুষ দরিদ্র মানুষগুলো আরও দরিদ্র হয়ে পড়ছে।
রায়পুরার চাঁনপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামের ভুক্তভোগী রুমি আক্তার জানান, রাতে পানির ঢেউ এর বিকট শব্দ শুনে জানালা খুলে তাকিয়ে দেখি পাশের বাড়ী নদী গর্ভে চলে যাচ্ছে, আমি চিৎকার দিয়ে এলাকাবাসীকে সজাগ করি আর ঘরে শুয়ে থাকা আমার সন্তানদেরকে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেড় হয়ে যাই। চোখের সামনে আমার দুটি ঘর নদী গর্ভে তলিয়ে গেছে বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, আমার বাড়ি চর এলাকায়, আমি দেখছি একটি চক্র নদী থেকে ড্রেজিং করে বালি উত্তোলন করছে। এই নদী ভাঙ্গন তার একটি কারন। এই ভাঙ্গন ঠেকাতে হলে নদী থেকে বালি উত্তোলন বন্ধ করতে হবে। তা না হলে চরাঞ্চলকে রক্ষা করা কঠিন হয়ে পরবে।
স্থানীয় জনপ্রতিনিধির দাবীর প্রেক্ষিতে চরাঞ্চলে বিশেষ করে চাঁনপুর ইউনিয়নের ভাঙ্গন সমস্যা রোধে বাধ নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প পাঠানো হয়েছে, অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে বাস্তবায়ন করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা হাতে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চরমধুয়া ও চাঁনপুর ইউনিয়নে বাঁধ নির্মাণের প্রস্তব একনেকে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের এটি বাস্তবায়ন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম