শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৯টি পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে রাউজান উপজেলা চত্বরে সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহান। বিতরণকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।জানা যায়, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারের মাঝে ৩৫ বান্ডিল ঢেউটিন ও বান্ডিল প্রতি তিন হাজার টাকার চেক দেয়া হয়।